নায়করাজের মৃত্যুতে এফডিসিতে তিন দিনের শোক


বিনোদন ডেস্ক প্রকাশিত: আগস্ট ২১, ২০১৭, ০৯:২৩ পিএম
নায়করাজের মৃত্যুতে এফডিসিতে তিন দিনের শোক

ঢাকা: সোমবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কিংবদন্তি অভিনেতা নায়ক রাজ রাজ্জাক। তার মৃত্যুর সংবাদ শুনে রাষ্ট্রীয়ভাবে শোক প্রকাশ করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রাষ্ট্রপতি আব্দুল হামিদ। কিংবদন্তি এই অভিনেতার মৃত্যুতে এফডিসিতে তিন দিনের শোক ঘোষণা করেছে চলচ্চিত্র পরিবার।

সোমবার সন্ধ্যায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে গুরুতর অসুস্থ অবস্থায় মৃত্যু বরণ করেছেন নায়ক রাজ রাজ্জাক। আর তার মৃত্যুতে শোকাহত বাংলা ভাষাভাষি মানুষ। আর এই কিংবদন্তির মৃত্যুতে দিন দিনের শোক ঘোষণা করেছে এফডিসি কেন্দ্রীক সংগঠন বাংলা চলচ্চিত্র পরিবার।

নায়করাজের মৃত্যু বাংলা চলচ্চিত্রের জন্য অপূরণীয় ক্ষতি আখ্যা দিয়ে চলচ্চিত্র পরিবারের সদস্য ও প্রযোজক খসরু জানান, নায়করাজ বাংলা চলচ্চিত্রের অভিভাক। তার মৃত্যুতে আমরা অভিভাকত্বহীন হয়ে পড়লাম। আমরা চলচ্চিত্র পরিবারের পক্ষ থেকে এই মহান অভিনেতার মৃত্যুতে আগামি তিন দিনের শোক প্রকাশ করছি। 

অন্যদিকে নায়ক রাজকে দেখতে এদিন হাসপাতালে তাকে দেখতে সন্ধ্যা থেকেই আসতে থাকেন চলচ্চিত্র অঙ্গনের তারকারা। এরমধ্যে চিত্রনায়ক আলমগীর,ফেরদৌস,  শাকিব খান, পিযুশ বন্দ্যোপাধ্যায়, ওমর সানি, মৌসুমি, জায়েদ খান, সাইমনদের দেখা যায়। 

গো নিউজ/এমটিএল/এএইচ

বিনোদন বিভাগের আরো খবর