এক নিঃশ্বাসে নায়করাজ


বিনোদন ডেস্ক প্রকাশিত: আগস্ট ২১, ২০১৭, ০৭:১৯ পিএম
এক নিঃশ্বাসে নায়করাজ

ঢাকা: বাংলা চলচ্চিত্রের কিংবদন্তী নায়ক আব্দুর রাজ্জাকের জীবন বর্ণাঢ্যময়। সেখানে আছে কষ্ট-দুঃখ, ব্যর্থতা-সফলতা। ১৯৬৪ সালে ঢাকায় এসেছিলেন শরণার্থী হয়ে। অর্ধশতাব্দির ক্যারিয়ারে হয়ে ওঠেন সুপারস্টার। হয়ে যান বাংলাছবির নায়করাজ। কয়েক শব্দে জেনে নেই নায়ক রাজকে।  

পুরো নাম: আব্দুর রাজ্জাক

ডাকনাম: রাজু/রাজা/আলতা।

বাবার নাম: আকবর হোসেন।

মায়ের নাম: নিসারুন নেসা।

জন্ম তারিখ: ২৩ জানুয়ারি ১৯৪২।

জন্মস্থান: নাগতলা, টালিগঞ্জ, কলকাতা।

ভাইবোন: তিন ভাই, তিন বোন। রাজ্জাক সবার ছোট।

প্রথম ক্যামেরার সামনে: কলকাতার ‘শিলালিপি’ নামে একটি ছবিতে।

অভিনয়ে হাতেখড়ি: রঙ্গসভা নাট্যদলের হয়ে।

বিয়ে : ১৯৬২।

স্ত্রীর নাম: খায়রুন নেসা (লক্ষ্মী)।

ঢাকায় আগমন: ১৯৬৪।

সন্তান: তিন ছেলে বাপ্পারাজ, বাপ্পি ও সম্রাট। দুই কন্যা শম্পা ও ময়না।

নায়ক হিসেবে প্রথম চলচ্চিত্র: বেহুলা।

অভিনীত ছবির সংখ্যা: প্রায় ৫০০।

প্রথম পরিচালিত ছবি: অনন্ত প্রেম।

খেতাব: নায়করাজ।

প্রথম প্রযোজিত ছবি: আকাঙ্ক্ষা।

সেরা প্রাপ্তি : ইউনিসেফের শুভেচ্ছা দূত হওয়া।

গোনিউজ/এন

বিনোদন বিভাগের আরো খবর