প্রথমবার বাংলায় গাইলেন পাকিস্তানি আতিফ


বিনোদন ডেস্ক প্রকাশিত: আগস্ট ২০, ২০১৭, ০৩:৩৯ পিএম
প্রথমবার বাংলায় গাইলেন পাকিস্তানি আতিফ

ঢাকা: পাকিস্তানের জনপ্রিয় শিল্পী ও অভিনেতা আতিফ আসলাম। তবে বলিউডের সিনেমায় গান গেয়ে তিনি বেশ সুপরিচিতি পেয়েছেন গোটা উপমহাদেশে। অসংখ্য জনপ্রিয় হিন্দি সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন তিনি। তবে এবারই প্রথম এই শিল্পী গাইলেন বাংলায়!

অসম্ভব জনপ্রিয় আর সুদর্শন কণ্ঠশিল্পী আতিফ আসলাম এবার প্রথমবারের মতো গাইলেন বাংলা ছবিতে। তবে বাংলাদেশি কোনো সিনেমায় নয়, বরং ভারতীয় বাংলার আলোচিত ছবি ‘ককপিট’-এ গেয়েছেন এই তারকা শিল্পী। গানের শিরোনাম ‘মিঠে আলো’। রোমান্টিকধর্মী এই গানের টিজার মুক্তি পেয়েছে সম্প্রতি। যা দেখতে ইউটিউবে বাড়ছে ভিউয়ার্স। তবে সেখানে কারো কণ্ঠ নেই। শিগগির অনলাইনে আসছে গানটি। 

উর্দু ও হিন্দি ভাষায় গান গেয়ে জনপ্রিয়তা পেলেও প্রথমবার বাংলা ছবির গানে কণ্ঠ দেয়ায়বেশ বেগ পেতে হয়েছে আতিফ আসলামকে। সদ্য দেয়া একটি সাক্ষাৎকারে আতিফ জানান, কোনও বিদেশি ভাষায় গান গাওয়া আমার কাছে একটা চ্যালেঞ্জের বিষয় ছিল। উচ্চারণের দিকে বেশি করে গুরুত্ব দিতে হয়েছে। কিন্তু, এই চ্যালেঞ্জটি আমার বেশ ভালো লেগেছে।

কলকাতার প্রখ্যাত পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়ের আসন্ন সিনেমা ‘ককপিট’। যেখানে মুখ্য চরিত্রে অভিনয় করবেন অভিনেতা দেব। দেব ও কমলেশ্বর জুটির এটি তৃতীয় ছবি। ছবিতে দেবকে বিমানচালকের ভূমিকায় দেখা যাবে।
গো নিউজ/ঢাকা

বিনোদন বিভাগের আরো খবর