বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলবেন তিশা


বিনোদন প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৭, ০৪:৩৪ পিএম
বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলবেন তিশা

ঢাকা: ১৯৭৫ সালের ১৫ আগস্ট স্বপরিবারের নিহত হন জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বর্তমান সরকার জাতির জনকের প্রতি শ্রদ্ধা রেখে ১৫ আগস্টকে তাই জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। আর এই দিনটিকে ঘিরে সারা দেশে যথাযথ ভাবগাম্ভীর্যের ভেতর দিয়ে বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন সাংঙ্কৃতিক সংগঠনগুলোও পালন করে শোক দিবস।

প্রতিবারের মতো এবারও বঙ্গুবন্ধুর স্মরণে একটি অনুষ্ঠান আয়োজন করতে যাচ্ছিলো সংস্কৃতি মন্ত্রণালয়। আর এই অনুষ্ঠানেই জাতির জনককে নিয়ে কথা বলবেন বলে জানিয়ে ছিলেন ছোট ও বড় পর্দার জনপ্রিয় অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। কিন্তু অনিবার্য কারণে অনুষ্ঠানটি স্থগিত করেছে সংস্কৃতি মন্ত্রণালয়।  

সংস্কৃতি মন্ত্রণালয়ের তরফে জানানো হয় যে আগামি ২০ আগস্ট রোববার বেলা ৩টায় বাংলাদেশ জাতীয় জাদুঘরের প্রধান মিলনায়তনে বঙ্গবন্ধুকে নিয়ে অনুষ্ঠিত হবে এই আলোচনা সভা। আর এই অনুষ্ঠানেই বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলবেন তিশা। এমনকি বঙ্গবন্ধুকে নিয়ে কথা বলার উচ্ছ্বাস জানিয়ে গণমাধ্যমে বক্তব্যও দিয়েছিলেন তিনি। কিন্তু শেষ পর্যায়ে এসে অনুষ্ঠানটি স্থগিত করা হয়েছে।

এরআগে রাষ্ট্রীয় আয়োজনে বঙ্গবন্ধুকে নিয়ে কথার বলাকে নিজের জন্য গৌরবের আখ্যা দিয়ে এই অভিনেত্রী জানিয়েছিলেন, জাতির জনক বঙ্গবন্ধুকে নিয়ে এমন রাষ্ট্রীয় আয়োজনে কথা বলার সুযোগ পেয়ে সত্যিই গর্ববোধ করছি।

অনুষ্ঠানে তিশা ছাড়াও বঙ্গবন্ধুকে নিয়ে বক্তব্য রাখার কথা ছিলো সাহিত্যিক আনিসুল হক ও সাংবাদিক নাঈমুল ইসলামের। তবে স্থগিত হওয়া অনুষ্ঠানের পরবর্তী সময়সূচি জানা যায়নি। 

গো নিউজ/ঢাকা

বিনোদন বিভাগের আরো খবর