দেশভাগের গল্পে হলিউড কাঁপাচ্ছেন হুমা কুরেশি


বিনোদন প্রতিবেদক প্রকাশিত: আগস্ট ১৯, ২০১৭, ০৩:৫২ পিএম
দেশভাগের গল্পে হলিউড কাঁপাচ্ছেন হুমা কুরেশি

ঢাকা: ১৯৪৭ সালের দেশভাগ নিয়ে উপমহাদেশের মানুষের ভাবনা আজও চলমান। কেন দেশভাগ হলো, কিভাবে হলো- এ নিয়ে আলোচনা, বিতর্কের শেষ নেই। এবার দেশভাগ নিয়ে সেই ঐতিহাসিক আগস্ট মাসেই ভারতে মুক্তি পাচ্ছে ‘ভাইসরয়’স হাউস’। হিন্দিতে রূপান্তরের পর ছবির নাম বদলে হয়েছে `পার্টিশন : ১৯৪৭'। 

ব্রিটিশ ভারতের সর্বশেষ বড়লাট লর্ড মাউন্টব্যাটেনের সময়ে ভাইসরয়ের ভবনের অভ্যন্তরীণ কিছু ঘটনা নিয়েই চলচ্চিত্রটির গল্প। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর যখন ভারতের স্বাধীনতা অবশ্যম্ভাবী, তখন বড়লাট হয়ে আসেন এই লর্ড মাউন্টব্যাটেন। সঙ্গে ছিলেন স্ত্রী এডুইনা মাউন্টব্যাটেন, যিনি তাঁর রূপের জন্য জগত্খ্যাত ছিলেন। ভারতের স্বাধীনতা প্রদানের কার্যক্রমে একের পর এক ভিন্নমত, উত্তাল সময়ে মাউন্টব্যাটেনদের জীবন এবং শেষে অনিবার্য ভারত বিভাগই এই চলচ্চিত্রের প্রধান উপজীব্য। এর পাশে মাউন্টব্যাটেনদের প্রাসাদে ভিন্ন ধর্মের দুই কর্মচারীর প্রণয় দেখানো হয়েছে।  এই দুজনের প্রেমকে কেন্দ্র করে পর্দায় এসেছে সেই সময়ের সমাজের নানা বৈষম্য।

এ ছবি নিয়ে আবারও আলোচনায় এসেছেন হুমা কুরেশি। গত ফেব্রুয়ারিতে বার্লিনের অফিশিয়াল সিলেকশনে জায়গা করে নিয়েছে হুমা অভিনীত ‘ভাইসরয় হাউস’ ছবিটি। অফিশিয়াল সিলেকশনের পাশাপাশি বার্লিনে প্রিমিয়ারও করছে ছবিটি। এসব কারণে ছবিটি এখন আলোচনার কেন্দ্রে। অবশ্য ‘ভাইসরয় হাউস’ নিয়ে আলোচনার কারণ আছে আরও। ছবির পরিচালক হলেন গুরিন্দর চাড্ডা, যার ‘ব্যান্ড ইট লাইক বেকহ্যাম’ আলোড়ন ফেলে দিয়েছিল সারা বিশ্বে। আর তার মাধ্যমেই হতে যাচ্ছে হুমার হলিউড অভিষেক। এক্ষেত্রে হুমাকে ভাগ্যবতী বলতেই হবে! 

এখানেই শেষ নয়। ‘ভাইসরয় হাউস’-এ হুমার উপস্থিতি এবং অভিনয় দেখে তাকে সই করিয়েছেন ত্রইকা ট্যালেন্ট। এই হলিউড এজেন্সি হলিউডি বিখ্যাত অভিনেতা মাইকেল ফাসবিন্দরের সব কাজকর্ম সামলান। সূত্রের খবর, ছবিতে হুমাকে দেখে এবং ভারতে তার ছবি দেখে ত্রইকা আপ্লুত। ‘ভাইসরয় হাউস’-এর কারণে বিশাল ম্যানেজমেন্ট কোম্পানির চোখে পড়েছেন হুমা। আন্তর্জাতিক ক্ষেত্রে তার অভিনয়ের সম্ভাবনা নিয়ে ইতিমধ্যেই আলোচনা করেছেন তারা। তারা তাকে সই তো করিয়েইছেন, সঙ্গে এমনও শোনা যাচ্ছে যে একটি ইতালীয় ছবিতে হুমার কাজের ব্যাপারে চেষ্টা চালানো হচ্ছে।

গো নিউজ/এমটিএল

বিনোদন বিভাগের আরো খবর