প্রধানমন্ত্রীকে কী বললেন শাকিব খান?


বিনোদন ডেস্ক প্রকাশিত: জুলাই ২৫, ২০১৭, ১১:১৪ এএম
প্রধানমন্ত্রীকে কী বললেন শাকিব খান?

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০১৫ পুরস্কার বিতরণী হয়ে গেল সোমবার। এবার ‘সেরা অভিনেতা’ হিসেবে যৌথভাবে মাহফুজ আহমেদের সঙ্গে পুরস্কার পান শাকিব খান।  তৃতীয়বারের মত পুরস্কার গ্রহণ করার সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বেশ কিছুক্ষণ কথা বলেন শাকিব খান।  কী কথা বলেছেন শাকিব খান?

অনুষ্ঠানের বিরতিতে শাকিব খানের সঙ্গে কথা হয় এ প্রতিবেদকের।  বেশ রহস্যের হাসি হেসে শাকিব বলেন, ‘প্রধানমন্ত্রী দেশের সর্বোচ্চ ক্ষমতাধর মানুষ।  তার সঙ্গে সংক্ষিপ্ত সময়ে বেশকিছু বিষয়েই কথা হয়েছে।  তবে কী বিষয়ে কথা হয়েছে তা বলতে চাই না।’

ধারণা করা হচ্ছে- সাম্প্রতিক সময়ে চলচ্চিত্র পরিবার কর্তৃক বার বার বয়কটের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অবহিত করেছেন শাকিব খান। তবে এ বিষয়ে জিজ্ঞেস করলে শাকিব শুধুই বলেন, ‘কিছু রহস্য থাকুক না।’

প্রধানমন্ত্রীর ব্যাপারে মুখ না খুললেও শাকিব খান শাবানার সঙ্গে কথা হয়েছে বলে জানান।  তিনি বলেন, ‘শাবানা ম্যাডাম আমাকে বলেছেন- ইন্ডাস্ট্রির বড় অবস্থানে থাকলে এধরনের ঝড়-ঝাপটা আসেই।  তাই বলে বসে থাকলে হবে না কাজ করে যেতে হবে।’

এদিকে অনুষ্ঠান থেকে বের হয়ে শাকিব গাড়িতে উঠার আগে নায়করাজ রাজ্জাকের সঙ্গে দেখা হয়।  সেখানে রাজ্জাক তাকে তৃতীয়বারের মত পুরস্কার প্রাপ্তিতে অভিনন্দন জানিয়ে বলেন, ‘ইন্ডাস্ট্রিতে আমি ৪-৫টি সুপারহিট ছবি দেওয়ার পরও আমার খবর পত্রিকার ব্যাক পেজে ছোট করে ছাপা হত।  তাই বলে আমি আজকের রাজ্জাক হইনি? তোমাকেও ধৈর্য ধরতে হবে, সমস্ত বাধা পেরিয়ে কাজ করে যেতে হবে।’

২০১৫ সালে শাকিব খান এসএ হক অলিকের ‘আরো ভালোবাসবো তোমায়’ ছবির জন্য জাতীয় চলচ্চিত্রব পুরস্কার পেলেন। এর আগে ২০১২ সালে শাহীন সুমনের ‘খোদার পরে মা’ এবং ২০১০ সালে জাকির হোসেন রাজুর ‘ভালোবাসলেই ঘর বাধা যায় না’ ছবির জন্য পুরস্কার পান।

গো নিউজ২৪

বিনোদন বিভাগের আরো খবর