‘আমাকে নিয়ে যা খুশি লিখতে পারেন কিন্তু আমার মা...’


বিনোদন ডেস্ক প্রকাশিত: জুলাই ১৯, ২০১৭, ০১:০১ পিএম
‘আমাকে নিয়ে যা খুশি লিখতে পারেন কিন্তু আমার মা...’

‘নিলয় ও শখ’ মিডিকাকে গরম করার বেশ আলোচিত দু’টি নাম। তারা কি একসঙ্গে থাকছেন? তাদের কি ডিভোর্স হয়েছে? সম্প্রতি এসব নিয়ে মিডিয়াগুলো একের পর এক খবর দিচ্ছিল। 

তবে সেসব খবরে একটি অনলাইন সংবাদমাধ্যম নিলয়ের মাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেছে বলে নিলয় অভিযোগ করেন। আর তা নিয়ে ক্ষোভও প্রকাশ করেছেন নিলয় আলমগীর। দিয়েছেন ফেসবুকে স্ট্যাটাস। 

তিনি বলেন, “সম্প্রতি দেখলাম আমার ব্যক্তিগত জীবন নিয়ে বেশ কিছু নিউজ ছাপা হচ্ছে নানা মাধমে। এবং সেখানে আমাকে quote করা হয়েছে। একজন তো আবার আমার quote দিয়ে হেডলাইন ও করেছেন। কিন্তু আশ্চর্যের বিষয় হলো এদের কারো সাথে আমি কখনো এ ব্যাপারে কোনো কথা বলিনি। প্রথম দিকে এই সব নিয়ে মাথা ঘামায় নি। কারন এইসব অন-লাইন পত্রিকা গুলো নিজেদেরকে এখনো বিশ্বাসযোগ্য করতে পারেনি।

এখন দেখছি দেশের সর্ব বৃহত পত্রিকা থেকে শুরু করে, জীবনে নাম শুনিনাই সেই পত্রিকাও একই নিউজ করছে। আমার অনুমতি বা আমার সাথে কথা না বলেই আমার নাম দিয়ে আমার মন্তব্য ছাপছে। আর একজনকে দেখলাম একধাপ এগিয়ে, তিনিতো আমার মা কে ভিলেনই বানিয়ে দিয়েছেন। আমাকে নিয়ে যা খুশি আপনারা লিখতে পারেন কিন্তু আমার মা বা আমার পরিবার নিয়ে এসব বানোয়াট মিথ্যা লেখার কোন অধিকার আপনাদের নেই।

২০১০ সাল থেকে আপনারা আমার সাথে ছিলেন। নিজের আপন পরিবারের পর আপনারাই ছিলেন আমার আরেক পরিবার। আপনাদেরকে ভাই-বন্ধু মনে করতাম। আপনাদের এই ধরনের নিউজে খুবই কষ্ট পেয়েছি। আপনারা কি এভাবেই সাংবাদিকতা করেন? নিজেদের ইচ্ছামত নিউজ করে। আমার যদি অনেক সময় এবং ক্ষমতা থাকতো, আপনাদের প্রত্যেক পত্রিকার সম্পাদকের কাছে গিয়ে জবাবদিহিতা চাইতাম।”

নিলয়ের ফেসবুক পোস্টের স্ক্রিনশট

গো নিউজ২৪/পিআর
 

বিনোদন বিভাগের আরো খবর