কাল থেকে সব সিনেমা হল বন্ধ ঘোষণা


বিনোদন ডেস্ক প্রকাশিত: জুন ২৩, ২০১৭, ১১:৩৬ এএম
কাল থেকে সব সিনেমা হল বন্ধ ঘোষণা

সেন্সর বোর্ডের সদস্য ও বাংলাদেশ চলচ্চিত্র প্রদর্শক সমিতির সভাপতি ইফতেখার আহমেদ নওশাদ গত বুধবার দুপুরে সেন্সরবোর্ডের সামনে চলচ্চিত্র ঐক্যজোটের নেতাকর্মীদের হাতে লাঞ্ছিত হন। আজকের মধ্যে এই হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয়া হলে কাল থেকে দেশব্যাপী সব সিনেমা হল বন্ধ থাকবে বলে জানিয়েছে প্রদর্শক সমিতি।

এসময় রাজধানীর ঢাকা রিপোটার্স ইউনিটি মিলনায়তনে গতকাল আয়োজিত সংবাদ সম্মেলনে প্রদর্শক সমিতি এই সিদ্ধান্ত জানায়। এসময় চলচ্চিত্র প্রদর্শক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ রশীদ বলেন, ‘রোজার মাসে হল এমনিতেই বন্ধ থাকে। কিন্তু ঈদের সময় হলে ছবি প্রদর্শিত হয়। আমাদের নেতার ওপর হামলার সঠিক বিচার না হলে ঈদের আগের দিন, রোববার থেকে দেশের সব সিনেমা হল বন্ধ রাখা হবে।’

নাদের চৌধুরী বলেন, ‘আমরা এই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ। এফডিসিতে গভীর ষড়যন্ত্র চলছে। যারা এই ষড়যন্ত্রের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য আমরা সরকারের কাছে আবেদন জানাচ্ছি।’

শাবান মাহমুদ বলেন, ‌‘এই হামলায় জড়িতদের প্রথমে আইনি নোটিশ পাঠানো হবে। তারপর তাদের বিরুদ্ধে মামলা করা হবে।’

সংবাদ সম্মেলনের পর হামলার প্রতিবাদে চলচ্চিত্র প্রদর্শক সমিতি জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করে। এরপর স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে স্মারকলিপি দেয়া হয়।

গো নিউজ২৪/পিআর

বিনোদন বিভাগের আরো খবর