৩ দিনের মধ্যে ‘আল্লাহ মেহেরবান’ গানটি সরিয়ে ফেলার নির্দেশ


বিনোদন প্রতিবেদক প্রকাশিত: মে ২৮, ২০১৭, ০৩:২০ পিএম
৩ দিনের মধ্যে ‘আল্লাহ মেহেরবান’ গানটি সরিয়ে ফেলার নির্দেশ

বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় তৈরি ‘বস ২’ সিনেমার ‘আল্লাহ মেহেরবান’ শিরোনামের আইটেম গানটি ইউটিউব থেকে সরিয়ে ফেলতে এবং চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ চেয়ে একটি লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

সুপ্রিম কোর্টের আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান রেজিস্ট্রি ডাকযোগে রোববার এই নোটিশ পাঠিয়েছেন।

নোটিশ উল্লেখ করা হয় যে, আগামী তিন দিনের মধ্যে ‘আল্লাহ মেহেরবান’ গানটি ইউটিউব থেকে মুছে ফেলতে হবে এবং চলচ্চিত্র প্রদর্শনী বন্ধ করতে হবে, না হলে জাজ মাল্টিমিডিয়া প্রতিষ্ঠানের পরিচালকের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নেয়া হবে।

তথ্য মন্ত্রণালয়ের সচিব, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশনের সভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক, আইজিপি ও সেন্সরবোর্ডের চেয়ারম্যান বরাবর নোটিশটি পাঠানো হয়েছে।

নোটিশ প্রেরণকারী আইনজীবী হুজ্জাতুল ইসলাম খান জানান, আল্লাহর নামে মদ ও স্বল্প পোশাকে নারীদেহ প্রদর্শনীতে ইসলাম ধর্মকে অবমাননা করা হয়েছে। এ গানের চিত্রায়ন ও দৃশ্যায়নের মাধ্যমে আপত্তিকর দৃশ্য দেখানো হয়েছে। যা ধর্মীয় অনুভূতিতে আঘাত হেনেছে। তাই অতিদ্রুত ইউটিউব থেকে এই ভিডিও সম্বলিত গানটি রিমুভ করতে বলা হয়েছে।


গো নিউজ২৪/এএইচ

এ সম্পর্কিত আরও সংবাদ


বিনোদন বিভাগের আরো খবর