‘দুষ্টু লোকেরা আসিতেছে, আবার!’


বিনোদন প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ২৪, ২০১৭, ০৬:৫৭ পিএম
‘দুষ্টু লোকেরা আসিতেছে, আবার!’

আশফাক নিপুণ, ইফতেখার আহমেদ ফাহমী, রেদওয়ান রনি ও আদনান আল রাজীব একসাথে, মধ্যখানে বরাবরের মতো ক্যাপ পরিহিত মোস্তফা ফারুকী। ‘পিঁপড়াবিদ্যা’ নির্মাতা ফেসবুকে রোববার দিবাগত রাত সোয়া ১২টায় ছবিটি পোস্ট করে ক্যাপশন দেন— ‘দুষ্টু লোকেরা আসিতেছে, আবার!’

সন্দেহজনক ক্যাপশন! সন্দেহ হবেই না কেন? এরা সবাই একটা সময় দেশের টেলিভিশন ইন্ডাস্ট্রি নিয়ন্ত্রণ করেছেন। ফারুকী, রনি ও ফাহমি চলচ্চিত্র নির্মাণে এসেছেন। ফারুকী তো টিভি নাটক নির্মাণ ছেড়েই দিয়েছেন।

বর্তমানে বাংলাদেশের টেলিভিশন নির্মাতাদের প্রতি দর্শকদের নানান অভিযোগ-তারা ভালো কোন নাটক নির্মাণ করতে পারছেন না কিংবা বিজ্ঞাপন বিড়ম্বনায় দর্শক নাটক দেখেন ইউটিউবে। তাহলে ফারুকী আবার টেলিভিশনে ফিরছেন? নির্মাণ করবেন একান্নবর্তী, ৪২০-এর মতো জনপ্রিয় কোন সিরিয়াল। কিংবা প্রযোজনা?

বর্তমানে দেশের টিভি চ্যানেলগুলো বিদেশি চ্যানেলগুলোর মত বড় বাজেটের সিরিয়াল বানানো শুরু করেছে। ইতোমধ্যে চ্যানেল আই ‘সাত ভাই চম্পা’র শুটিং শুরু করেছে, যার তিনশ পর্বের বাজেট বিশ কোটি টাকা। ফারুকী কি এমনই কোন সিরিয়াল বানাতে যাচ্ছেন? যেখানে একজন মূল পরিচালকসহ পরিচালকদের একটি প্যানেল থাকবে।

বছর দুয়েক আগে ইমপ্রেস টেলিফিল্মের ব্যানারে ‘বুটিক সিনেমা’ নামে ৬টি সিনেমা প্রযোজনা করার কথা ছিল ফারুকীর। পরবর্তীতে প্রজেক্টটি বন্ধ হয়ে যায়। অবশ্য তিনি বর্তমানে আবু শাহেদ ইমনের ‘ফুলিসম্যান (foolishman)’ প্রযোজনা করছেন।

পরিবর্তন ডটকমের অনুসন্ধানে জানা গেছে, ফেসবুকে দেওয়া ছবিটি একটি মিটিংয়ের। ওই সময় চারজনের বাইরেও নির্মাতাদের প্রতিষ্ঠান ছবিয়ালের বর্তমান ও পুরাতন প্রায় সকল সদস্যই উপস্থিত ছিলেন। কিন্তু মিটিংয়ে উপস্থিত কেউই নাম প্রকাশ না করার শর্তেও মুখ খুলতে রাজি হননি।

ফারুকীও রহস্য রেখে পরিবর্তনকে বললেন, ‘হতে পারে অনেক কিছুই। এখনই কোনো কিছু বলতে চাই না।’ বোঝাই যাচ্ছে তিনিও রহস্যের জট সহজে খুলতে চাইছেন না।

টেলিভিশন, সিনেমা নাকি এর বাইরে নতুন কিছু করতেন যাচ্ছেন-তা হয়ত সহসাই জানা যাবে। তবে এর আগে রহস্য সৃষ্টি করে সবার আগ্রহ ও অপেক্ষার পারদ চরমে তুলতে চাইছেন ফারুকী ও অন্যরা। এমন নজির এর আগেও দেখা গেছে। দেখা যাক কী হয়!

গোনিউজ২৪/এম

বিনোদন বিভাগের আরো খবর