আনুশকার পছন্দের ব্যক্তি শাহরুখ


বিনোদন ডেস্ক প্রকাশিত: এপ্রিল ২১, ২০১৭, ১২:০৫ পিএম
আনুশকার পছন্দের ব্যক্তি শাহরুখ

আনুশকা শর্মা এবং শাহরুখ খান তিন নম্বর ছবিতে অভিনয় করছে যাচ্ছেন। এর আগে এই জুটির ছবি ‘রব নে বানা দে জোড়ি’ এবং ‘যব তক হ্যায় জান’।

তাদের নতুন ছবির নাম এখনো ঠিক হয়নি। নতুন ছবির কাহিনীকার এবং নির্দেশক ইমতিয়াজ আলী। 

আনুশকা বলেন, ‘শাহরুখ খানকে তার দারুণ পছন্দ। শুধু সবচেয়ে পছন্দের নয়, শাহরুখের ফিলোজফিও আমার সঙ্গে খুব মেলে। ওর পড়াশোনাটা এত ভাল যে, ও অনেক বিষয়ের ওপর ভাল বলতে পারে, যেটা আমি আমার অনেক কো-স্টারের মধ্যেই পাই না। আমাদের মধ্যে প্রচুর কথা হয়। ওর এনার্জি, ওর কাজের ইচ্ছে কাছ থেকে দেখাটাও অসম্ভব ভাল একটা অভিজ্ঞতা।’ 

আনুশকা এও বলেন যে, ‘শাহরুখকে দেখলেই চারপাশের লোকজন চাঙ্গা হয়ে যায়।’

গো নিউজ ২৪

বিনোদন বিভাগের আরো খবর