গুগলে নিষিদ্ধ পুনম পান্ডের অ্যাপ


বিনোদন ডেস্ক প্রকাশিত: এপ্রিল ১৯, ২০১৭, ১১:৪৬ এএম
গুগলে নিষিদ্ধ পুনম পান্ডের অ্যাপ

মাত্র একদিনের জন্য চালু হয়েছিল বিতর্কিত বলিউড অভিনেত্রী পুনম পান্ডের মোবাইল অ্যাপ। কিন্তু গুগল এতে বাধা দিয়ে নিষিদ্ধ ঘোষণা করল আজ। পুনমের কিছু ভক্ত তার অ্যাপস থেকে ডাউনলোড করে কিছু ছবি দিয়েছেন। তার থেকেই বোঝা যাচ্ছে, অশ্লীলতার কারণেই গুগল এই পদক্ষেপ গ্রহণ করেছে।

কয়েকদিন ধরেই নিজের অ্যাপের প্রচারে নানা সাহসী ছবি দিচ্ছিলেন পুনম। গতকাল দুপুরের পর থেকে এই অ্যাপ তার ভক্তরা ডাউনলোড করতে পারবেন বলে জানিয়েছিলেন তিনি। কিন্তু তারপরই পুনম দেখেন তার টুইটার পেজে ভক্তদের একের পর এক টুইট আসছে। তারা লিখছেন, অ্যাপস ডাউনলোডে সমস্যা হচ্ছে।
- বিজ্ঞাপন -

প্রথমে ভক্তদের অ্যাপটি কীভাবে ডাউনলোড করতে হবে তা শেখানোর চেষ্টা করছিলেন পুনম। তারপরই তিনি বুঝতে পারেন, তার অ্যাপটির বিষয়বস্তু অশ্লীল হওয়ার কারণে গুগল থেকে বন্ধ করে দেওয়া হয়েছে অ্যাপটি। তবে তারপর তিনি জানান, অ্যানড্রয়েড ব্যবহারকারীরা সরাসরি তার ওয়েবসাইট থেকে অ্যাপ ডাউনলোড করে নিতে পারেন। কিন্তু কোনও ব্যবহারকারী যদি গুগল প্লে-স্টোরে গিয়ে অ্যাপটি ডাউনলোড করার চেষ্টা করেন তাহলে নিষেধাজ্ঞাসূচক মেসেজ পাচ্ছেন।

তবে পুনমের আগে অ্যাপ লঞ্চ করেছেন সোনম কাপুর, দিশা পাটানি, সালমান খান এবং সানি লিওন। কিন্তু সমস্যায় পড়লেন পুনম, কারণ তার অ্যাপের বিষয়বস্তু খোলামেলা পোশাক, নগ্নতা ও অশ্লীলতা।

গো নিউজ ২৪
 

বিনোদন বিভাগের আরো খবর