‘অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে ফিরেছি’


প্রকাশিত: মার্চ ২৫, ২০১৭, ০৫:০২ পিএম
‘অদ্ভুত অভিজ্ঞতা নিয়ে ফিরেছি’

কলকাতার পরিচালক হরনাথ চক্রবর্তীর নতুন ছবি ‘এপার-ওপার’। ছিটমহল ইস্যু নিয়ে নির্মিত এ ছবিতে কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশে অভিনেত্রী সোহানা সাবা। ছবিতে তার বিপরীতে রয়েছে কলকাতার সৌরভ চক্রবর্তী। সম্প্রতি ছবিটি নিয়ে কলকাতার একটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়েছেন সোহানা সাবা। গোনিউজ পাঠকদের জন্য সাক্ষাৎকারের কিছু অংশ তুলে ধরা হলো-

: দ্বিতীয় বারের মতো কলকাতায় কাজ করছেন, কেমন লাগছে?
: হরনাথ চক্রবর্তীর মতো পরিচালকের সঙ্গে কাজ করতে পারছি, খুব ভাল লাগছে। তিনি শুধুই একজন বড়মাপের পরিচালক নন, একজন বড়মাপের মানুষও বটে। পুরো অভিজ্ঞতাটা আমার জন্য চমৎকার।

: আপনার চরিত্রটা সম্পর্কে বলুন-
: ছবিতে আমি বাংলাদেশেরই মেয়ে। গল্পটা শুরু হয় বাংলাদেশের মুক্তিযুদ্ধের দশ বছর আগে থেকে। তার পরে আবার অনেকটা বছর পরের ঘটনা রয়েছে। ছবিতে আমার আর সৌরভের অনেকগুলো বয়সের অভিনয় করার সুযোগ রয়েছে।

: কলকাতার অভিনেতা সৌরভ সর্ম্পকে বলুন- 
: আমাদের বোঝাপড়াটা খুব ভাল। আমরা পরস্পরকে সাজেশন দিই, ও আমাকে ধরিয়ে দেয়, আমি ওকে ধরিয়ে দিই। একসঙ্গে কাজ করতে করতে এই বোঝাপড়াটা গড়ে উঠেছে।

: ‘ছিটমহল’ ব্যাপারটা নিয়ে কতটুকু জানতেন? 
: ‘ছিটমহল’ বিষয়টা জানতাম। কিন্তু ওখানকার মানুষ যে এতটাই সুবিধাবর্জিত সেটা জানতাম না। ছবিটা শুরু করার আগে বিস্তারিত জেনেছিলাম। তার পর ওখানে গিয়ে যখন কাজ করলাম, ওদের নিজের মুখ থেকে শুনলাম— সব মিলিয়ে অদ্ভুত একটা অভিজ্ঞতা নিয়ে ফিরছি।

উল্লেখ্য, এর আগে পরিচালক অয়ন চক্রর্তীর ‘ষড়রিপু’ ছবিতে অভিনয় করার মাধ্যমে টালিগঞ্জে অভিষেক ঘটে সোহানা সাবার। তারই ধঅরাবাহিকতায় এবার দ্বিতীয়বারের মতো টালিগঞ্জের ছবিতে অভিনয় করছেন তিনি। এবার দেখার পালা বাংলাদেশী এ অভিনেত্রীকে দ্বিতীয় ছবি দর্শক কতটুকু গ্রহণ করে।

বিনোদন বিভাগের আরো খবর