নাটকীয়ভাবে অস্কার জয় করল ‘মুনলাইট’


গো নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ২৭, ২০১৭, ১২:৫৬ পিএম
নাটকীয়ভাবে অস্কার জয় করল ‘মুনলাইট’

অবশেষে ঘোষিত হলো ৮৯তম অস্কার অ্যাওয়ার্ডের সেরা চলচ্চিত্রের নাম। কৃষ্ণাঙ্গ এক কিশোরের শৈশব থেকে যৌবনের ঘটনাবহুল জীবনের কাহিনী নিয়ে নির্মিত ছবি ‘মুনলাইট’ জিতে নিয়েছে সেরা চলচ্চিত্রে অস্কারের পুরস্কার।

বাংলাদেশ সময় সোমবার ভোরে লস অ্যাঞ্জেলসের ডলবি থিয়েটারে চলচ্চিত্রের সবচেয়ে জমকালো আসরে এ ঘোষণা দেয়া হয়। তবে এ পুরস্কার তাদের কপালে সহজে আসেনি। নাটকীয়তায় ভরা ঘোষণায় প্রথমে সেরা ছবির নাম বলা হয় আলোচিত 'লা লা ল্যান্ড'। 

ছবিটির পরিচালক ড্যামিয়েন শ্যাজেলসহ কলা-কুশলীদের মঞ্চেও ডাক পড়ে। এরই মধ্যে সবার কাছে ক্ষমা চেয়ে উপস্থাপক বলেন, 'অস্কারের সেরা ছবির ঘোষণাপত্রটি ভুল।' 

উপস্থাপক ওয়ারেন বেটির ভুলের কারণে সৃষ্ট চরম নাটকীয়তার শেষ হয় বেরি জেনকিনসের 'মুনলাইট' সিনেমাকে সেরা ঘোষণার মধ্য দিয়ে। ছবিটিতে পারস্পরিক মানবিক সহানুভূতি ও ভালোবাসার বিষয়টি গুরুত্ব দিয়ে উল্লেখ করা হয়।

ছবিটির পরিচালনায় ছিলেন হলিউডের জনপ্রিয় পরিচালক বেরী জেনকিন্স এবং ছবির গল্প লিখেছেন টেরেল এলভিন ম্যাকার্নি। ছবিটিতে অভিনয় করে চলতি আসরেই সেরা সহ-অভিনেতার পুরস্কার জিতেছেন মাহেরশালা আলী। এতে নায়িকা হিসেবে ছিলেন শেরিফ ইয়ার্প।

গো নিউজ ২৪/এমজে

বিনোদন বিভাগের আরো খবর