নওয়াজউদ্দিন সিদ্দিকীর পারিশ্রমিক ১ টাকা!


প্রকাশিত: জানুয়ারি ১৪, ২০১৭, ০৮:৪১ পিএম
নওয়াজউদ্দিন সিদ্দিকীর পারিশ্রমিক ১ টাকা!

সালমান খান নেন ৬০ কোটি, ‘মিস্টার প্যাশেনট’ আমির নো কম্প্রোমাইসে বিশ্বাসী, তাই ৫০ এর কাছাকাছি। শাহরুখ খানও ওই ৪০-৪৫ কোটি। কোটির তালিকাতে রয়েছেন, রণবীর সিংহ, রণবীর কাপুরের মত অভিনেতারাও।

বলিউড তারকাদের গত বছরের পারিশ্রমিকের হিসেবটা মোটামুটি এ রকমই। নোট বাতিলেও হেলদোল হয়নি তাদের পারিশ্রমিকে। বাংলা সিনেমার মুক্তিতে নোট বাতিলের প্রভাব পড়লেও, বলিউড টুঁ শব্দ করেনি।

তবে এত পারিশ্রমিক নেওয়া অভিনেতারা যেমন রয়েছে, তেমনই ব্যতিক্রমও রয়েছে। যেমন নওয়াজউদ্দিন সিদ্দিকী। শ্লোক শর্মার ছবি ‘হারামখোর’-এর জন্য নিলেন এক টাকা পারিশ্রমিক!

২০১৫ সালে নিউ ইয়র্ক আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হয় এই ছবির। সেন্সর বোর্ডের কাঁচি টপকে, অনেক হার্ডল পেরিয়ে এ দেশে অবশেষে মুক্তি পেল ‘হারামখোর’।  শিক্ষকের সঙ্গে ছাত্রীর প্রেম এবং পরবর্তী সমস্যা নিয়েই গল্পে এগোয়।

এমনিতে ‘হারামখোর’ বেশ কম বাজেটের ছবি। সেটা শুরুতেই জানতেন নওয়াজ। তা সত্ত্বেও স্ক্রিপ্ট পছন্দ হওয়ায় ফিল্ম করতে রাজি হন তিনি।

প্রযোজক গুনিত মোংগা বলেন, ‘শুরুতেই নওয়াজের এই সিনেমার স্ক্রিপ্ট বেশ পছন্দ হয়ে যায়। তাই সামান্য পারিশ্রমিকেই কাজ শুরু করে দেন তিনি। আসলে এই সিনেমাতে একটি প্যাশন কাজ করেছে। নওয়াজ সেটা বুঝতে পেরেছিল। আর ও এত সহৃদয় যে মাত্র এক টাকা পারিশ্রমিক নেয় ‘টোকেন মানি’ হিসেবে!

নওয়াজের মত অভিনেতারাই হয়ত প্রমাণ করেন সিনেমার প্রতি প্যাশনটাই ব়ড়, প্রফেসানিলজম নয়।

গো নিউজ২৪/এএফপি 

বিনোদন বিভাগের আরো খবর