আইসিইউতে দিলীপ কুমার


প্রকাশিত: ডিসেম্বর ৭, ২০১৬, ০২:৪৮ পিএম
আইসিইউতে দিলীপ কুমার

ভারতের কিংবদন্তি চলচ্চিত্র অভিনেতা দিলীপ কুমার (৯৩) বার্ধক্যজনিত কারনে অসুস্থ হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিউ) রেখে তার চিকিৎসা চলছে।

হঠাৎ করেই বুধবার তার ডান-পা ফুলে যায় এবং প্রবল যন্ত্রণা হতে থাকে। এছাড়া তার শ্বাসকষ্টজনিত সমস্যাও ছিল। এরপরই তাকে মুম্বইয়ের হাসপাতালে ভর্তি করা হয়।

ভারতের কিংবদন্তি এই অভিনেতা আগামী ১১ ডিসেম্বর ৯৪ বছরে পা রাখবেন। এর আগেই তাকে হাসপাতালে ভর্তি করা হলো। এর আগে  গত এপ্রিলেও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে দিলীপ কুমারকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। তার শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তার অনুগামীরা। 

দিলীপের স্ত্রী সায়রা বানু বোম্বে টাইটমসে বলেছেন, আমি তাকে নিয়মিত চেক-আপের করানোর পরিকল্পনা করছিলাম। কিন্তু তার পা ফুলে যাওয়ার ঘটনায় আমি সতর্ক হয়ে যাই। তিনি ঠাণ্ডা এবং কাশির কষ্টেও ভুগছিলেন। দিলীপ কুমারের স্বাস্থ্যের কোনো সমস্যার বিষয়কেই আমি অবহেলা করি না। চিকিৎসকরা দিলীপ কুমারের পরীক্ষা-নিরীক্ষা করছেন এবং পর্যবেক্ষণে রেখেছেন। আমি আশাবাদী গুরুতর কিছু হয়নি। ইনশাল্লাহ আগামী রোববার ৯৪তম  জন্মদিনের আগেই তাকে বাড়ি নিয়ে যেতে পারব।

উল্লেখ্য, দিলীপ কুমার একজন মুসলিম অভিনেতা এবং তার আসল নাম ইউসুফ খান। তিনি ষাটের দশকের অন্যতম সেরা অভিনেতা ছিলেন। তিনি ‘আন’, ‘দাগ’, ‘দেবদাস’, ‘মধুমতি’, ‘মুঘলে আজম’, ‘রাম অউর শ্যাম’সহ বিখ্যাত সব চলচ্চিত্রে অভিনয়ের মাধ্যমে দিলীপ কুমার নামে খ্যাত হন। অভিনয়ে অবদানের জন্য ১৯৯১ সালে পদ্মভূষণ সম্মানে ভূষিত হন তিনি। তিনি ১৯৯৮ সালে দাদাসাহেব ফালকে এবং ২০১৫ সালে পদ্মবিভূষণ সম্মাননা লাভ করেন।

গো-নিউজ২৪/বিএস

বিনোদন বিভাগের আরো খবর