ভারত-পাকিস্তানের বন্ধুত্বের কথা বলবে প্রসেনজিৎ


প্রকাশিত: অক্টোবর ১৪, ২০১৬, ১১:৩৭ এএম
ভারত-পাকিস্তানের বন্ধুত্বের কথা বলবে প্রসেনজিৎ

বলিউডে ভারত-পাকিস্তানের অনেক ছবি তৈরি হয়েছে। বেশির ভাগ ছবিতেই এই দুই দেশের মধ্যকার খারাপ সম্পর্ক নিয়ে তৈরি করা হয়েছে। কয়েকটা ছবিতে আবার এই সম্পর্ক নিয়ে ভাল কথাও বলেছে। যেমন ‘বাজরাঙ্গি ভাইজান। 

পরিচালক নিরঙ্গ দেশাই তার প্রথম ছবি ‘তাবির’এ ভারত-পাকিস্তান এই দু’দেশের বন্ধুত্বের কথা বলবেন। এ ছবিতে অভিনয় করছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। নীরজ কবিও রয়েছেন এ ছবিতে।

নিরঙ্গ মনে করছেন, বর্তমান পরিস্থিতির বিচারে ‘তাবির’ ছবিটি আলাদা বার্তা দেবে সবাইকে।

তিনি জানান, "সেনার দু’জন লোককে নিয়ে গল্প হলেও এখানে যুদ্ধ সংক্রান্ত কিছু নেই। পুরো গল্পটাই একটা সাইকোলজিক্যাল প্রেক্ষিতে করা হয়েছে। প্রসেনজিৎ এখানে সেনা অফিসারের চরিত্রে অভিনয় করছেন। হিমাচল প্রদেশে সাড়ে ১৪ হাজার ফুট উচ্চতায় শ্যুটিংও করে এসেছেন। বলিউডে পরপর বেশ কয়েকটি ছবি করছেন প্রসেনজিৎ। কে কে মেননের সঙ্গে ‘থ্রিদেব’ রয়েছে এই তালিকায়। ‘তাবির’ছবিতে প্রসেনজিৎ আর নীরজই কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন।

 

গো নিউজ ২৪/এ এম 

বিনোদন বিভাগের আরো খবর