লকডাউনে প্রাথমিক শিক্ষক-কর্মকর্তাদের করণীয় নির্ধারণ


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১৩, ২০২১, ১১:১০ এএম
লকডাউনে প্রাথমিক শিক্ষক-কর্মকর্তাদের করণীয় নির্ধারণ

করোনাভাইরাসের সংক্রমণ রোধে আগামী ১৪ এপ্রিল থেকে কার্যকর হবে সাতদিনের সর্বাত্নক লকডাউন। এ সাতদিনকে সাধারণ ছুটি হিসেবে ঘোষণা করায় সব ধরনের সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে এ সময় কোনো শিক্ষক-কর্মকর্তা কর্মস্থল ত্যাগ করতে পারবেন না বলে জানিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদফতর (ডিপিই)।

সোমবার (১২ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন প্রাথমিক শিক্ষা অধিদফতরের পরিচালক মনীষ চাকমা।

ডিপিই সূত্র জানায়, লকডাউনকে কেন্দ্র করে মানুষ যেমন রাজধানী ছাড়ছেন, তেমনি সাতদিনের সাধারণ ছুটির সুযোগে অনেক শিক্ষা কর্মকর্তাও ‘স্টেশন লিভ’ করছেন। তবে অধিদফতরের নির্দেশনা অনুযায়ী কোনো কর্মকর্তা তাদের কর্মস্থল ত্যাগ করতে পারবেন না।

মনীষ চাকমা বলেন, শিক্ষকদের নিয়োগ উপজেলাভিত্তিক হয়। এছাড়া তাদের স্কুল দীর্ঘদিন ধরে বন্ধ আছে। তারা তো এলাকায় বা কর্মস্থলেই আছেন। তবে শুনেছি কিছু উপজেলা শিক্ষা কর্মকর্তা কর্মস্থল ত্যাগ করছেন। যদি সংশ্লিষ্টদের না জানিয়ে কোনো কর্মকর্তা কর্মস্থল ত্যাগ করেন, তবে সেসব কর্মকর্তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শিক্ষা বিভাগের আরো খবর