রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে


নিউজ ডেস্ক প্রকাশিত: ফেব্রুয়ারি ১২, ২০২৪, ০১:৩২ পিএম
রমজান মাসের কোন কোন দিন প্রাইমারিসহ স্কুল-কলেজ খোলা থাকবে

রমজান মাসের শুরুতে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক স্তরের স্কুল ও কলেজে পাঠদান চলবে। সোমবার (১২ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ তথ্য জানিয়েছে।

এর আগে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় জানায়, রমজানের প্রথম ১০ দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান চলবে।

শিক্ষা মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০২৪ সালের বাৎসরিক ছুটির তালিকা আংশিক সংশোধন করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১১ মার্চ থেকে ২৫ মার্চ পর্যন্ত মোট ১৫ দিন সরকারি ও বেসরকারি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও মাধ্যমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম চালু থাকবে।  

অন্য বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১০ মার্চ থেকে ২৪ মার্চ পর্যন্ত কলেজের একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম চলবে।

উল্লেখ্য, আগামী ১২ অথবা ১৩ মার্চ থেকে (চাঁদ দেখা সাপেক্ষে) রমজান মাস শুরু হতে পারে।  

শিক্ষা বিভাগের আরো খবর