শুরুর আধা ঘণ্টা আগে ঢাবি সান্ধ্যকোর্সের ভর্তি পরীক্ষা স্থগিত


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ২০, ২০২০, ০২:৫৭ পিএম
শুরুর আধা ঘণ্টা আগে ঢাবি সান্ধ্যকোর্সের ভর্তি পরীক্ষা স্থগিত

করোনাভাইরাস পরিস্থিতির মধ্যে এমবিএ (ইভিনিং) কোর্সে ভর্তি পরীক্ষা আয়োজন করার পর সমালোচনার মুখে তা স্থগিত করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ব্যবসায় শিক্ষা অনুষদ।

শুক্রবার বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত রাজধানীর আজিমপুর গার্লস স্কুল অ্যান্ড কলেজে এ পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

কিন্তু পরীক্ষা শুরুর আধা ঘণ্টা আগে পরীক্ষার্থীদের মোবাইলে এসএমএস দিয়ে এবং পরীক্ষা কেন্দ্রের গেটে নোটিস সাঁটিয়ে পরীক্ষা স্থগিত করার বিষয়টি জানানো হয়।

করোনা মহামারীর কারণে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ক্লাস-পরীক্ষা বন্ধ রয়েছে। মার্চ থেকে আবাসিক হলসহ ঢাবিতেও বন্ধ ক্লাস-পরীক্ষা।

এর আগে ব্যবসায় শিক্ষা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক ড. মুহাম্মদ আবদুল মঈন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২০ নভেম্বর (শুক্রবার) বিজনেস স্টাডিজ অনুষদের এমবিএ (ইভিনিং) প্রোগ্রামের (৪৫তম ব্যাচ) ভর্তি পরীক্ষা আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল অ্যান্ড কলেজ, আজিমপুর, ঢাকায় অনুষ্ঠিত হবে। পরীক্ষা গ্রহণের সময় সকাল ১১টা-দুপুর ১২টা পর্যন্ত।

করোনার মধ্যে কেন ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে এ বিষয়ে জানতে গতকাল বৃহস্পতিবার অধ্যাপক আবদুল মঈনের মোবাইল ফোনে একাধিকবার কল দিয়ে সাড়া পাওয়া যায়নি।

ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়ে অবগত নন জানিয়ে ঢাবি উপাচার্য অধ্যাপক মো. আখতারুজ্জামান গতকাল দেশ রূপান্তরকে বলেন, ‘ভর্তি পরীক্ষা নেওয়ার বিষয়টি আমি জানি না। ডিন সাহেবের সঙ্গে কথা বলে জানার চেষ্টা করছি। তবে এ সময় তো ভর্তি পরীক্ষা নেওয়ার কথা নয়।’

শিক্ষা বিভাগের আরো খবর