প্রাথমিক সমাপনী পরীক্ষায় বহিষ্কারের নিয়ম বাতিল


নিজস্ব প্রতিবেদন: প্রকাশিত: জানুয়ারি ১৫, ২০২০, ০১:১৪ পিএম
প্রাথমিক সমাপনী পরীক্ষায় বহিষ্কারের নিয়ম বাতিল

প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে শিক্ষার্থীদের বহিষ্কারের নিয়ম বাতিল করার বিষয়টি হাইকোর্টকে জানিয়েছে সরকার। তলবের পরিপ্রেক্ষিতে প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক স্বশরীরে উপস্থিত হয়ে আদালতের কাছে এ তথ্য জানান।

বুধবার হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চে ওই তথ্য জানানো হয়।

প্রাথমিক শিক্ষা অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক জানান, প্রাথমিক সমাপনী পরীক্ষায় (পিইসি) পরীক্ষার্থীকে এখন থেকে আর বহিষ্কার করার সুযোগ নেই। এরই মধ্যে বহিষ্কার সংক্রান্ত ১১ নম্বর বিধি বাতিল করেছে শিক্ষা মন্ত্রণালয়।

গো নিউজ২৪/আই


 
 

শিক্ষা বিভাগের আরো খবর