পরীক্ষায় বসেছে ২৫,৫৩২৬৭ জন ক্ষুদে শিক্ষার্থী


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: নভেম্বর ১৬, ২০১৯, ০৮:২৭ পিএম
পরীক্ষায় বসেছে ২৫,৫৩২৬৭ জন ক্ষুদে শিক্ষার্থী

শুরু হলো প্রাথমিক ও ইবতেদায়ি সমাপনী পরীক্ষা।রোববার সকাল ১০টায় পরীক্ষায় বসেছে ক্ষুদে শিক্ষার্থীরা।এই পরীক্ষা শেষ হবে ২৪ নভেম্বর।এবার সারাদেশে মোট সাত হাজার ৪৭০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় বসেছে ২৫ লাখ ৫৩ হাজার ২৬৭ জন ছাত্র-ছাত্রী।এর মধ্যে ছাত্র সংখ্যা ১১ লাখ ৮১ হাজার ৩০০ জন ও ছাত্রী সংখ্যা ১৩ লাখ ৭১ হাজার ৯৬৭ জন।

ইবতেদায়ি শিক্ষা সমাপনী পরীক্ষায় তিন লাখ ৫০ হাজার ৩৭১ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। যার মধ্যে ছাত্র সংখ্যা এক লাখ ৮৭ হাজার ৮২ এবং ছাত্রী সংখ্যা এক লাখ ৬৩ হাজার ২৮৯ জন। দেশের বাইরে পরীক্ষার্থীর সংখ্যা ৬১৫ জন। বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ৩০ মিনিট সময় বেশি রাখা হয়েছে।

মোট ছয়টি বিষয়ের প্রতিটিতে ১০০ করে মোট ৬০০ নম্বরের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

প্রাথমিক ও ইবতেদায়িতে গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা কমেছে দুই লাখ ২৩ হাজার ৬১৫ জন।

গো নিউজ২৪/আই

শিক্ষা বিভাগের আরো খবর