ইউল্যাবে প্রামাণ্য চিত্র বিষয়ক কর্মশালা


প্রকাশিত: জুন ১৬, ২০১৬, ১০:০৮ পিএম
ইউল্যাবে প্রামাণ্য চিত্র বিষয়ক কর্মশালা

বেসরকারি বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এ চলছে, তিন দিনব্যাপী প্রামাণ্য চিত্র  বিষয়ক কর্মশালা।

 

শিক্ষার্থীদের প্রামাণ্য চিত্র  বিষয়ক শিক্ষা দিতেই এ কর্মশালাটির আয়োজন করেছে ইউল্যাব ফিল্মক্লাব। আজ প্রথম দিন ‘প্রামাণ্য চিত্র’র বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

আগামীকাল ইউল্যাব ফিল্ম ক্লাবের সদস্যরা কর্মশালা থেকে অর্জিত জ্ঞান কাজে লাগাতে ‘প্রামাণ্য চিত্র’ বানাতে মাঠে নামছেন। এ নিয়ে শিক্ষার্থীদের বিপুল উদ্দীপনা কাজ করছে।

উক্ত, কর্মশালাটির পরিচালনা করছেন, ডকুমেন্টারী ফিল্মমেকার আনোয়ার চৌধুরী।

গো নিউজ২৪/এইচ/এম

শিক্ষা বিভাগের আরো খবর