বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে পাখির ভাষা শিক্ষা কোর্স


নিউজ ডেস্ক: প্রকাশিত: জুলাই ২, ২০১৯, ০৫:০৪ পিএম
বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে পাখির ভাষা শিক্ষা কোর্স

অবিশ্বাস্য হলেও সত্যি তুরস্কের একটি বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে শিস দিয়ে পাখির মতো করে কথা বলার ভাষা শিক্ষা কোর্স।

কৃষ্ণসাগর অঞ্চলে আদিবাসীদের মধ্যে এভাবে শিস দিয়ে কথা বলার ভাষা চালু আছে। 

তুরস্কের জিরেসান ইউনিভার্সিটির ট্যুরিজম ফ্যাকাল্টিতে এ ভাষা শিক্ষা কোর্স চালু হচ্ছে।

ইতিমধ্যে বেশ কয়েকজন গবেষক এ ফ্যাকাল্টির শিক্ষকদের প্রশিক্ষণ শুরু করেছেন। সংশ্লিষ্টরা জানিয়েছেন, এ কোর্স চালু করতে আরও তিন বছর লাগতে পারে।

এ ফ্যাকাল্টির ডিন অধ্যাপক মুসা জেঙ্ক সাংবাদিকদের বলেন, আদিবাসীদের ওই সাংকেতিক ভাষাটি নিয়ে ১৯৫৬ সাল থেকে বিজ্ঞানীরা গবেষণা করে আসছেন। ২০১৭ সালে ইউনেস্কো ওই সাংকেতিক ভাষাকে বিশ্ব সাংস্কৃতির ঐতিহ্য হিসেবে তালিকাভুক্ত করে।

সূত্র-আনাদোলু

গো নিউজ২৪/আই

শিক্ষা বিভাগের আরো খবর