নিয়োগ পরীক্ষার্থীর উত্তরপত্র পূরণ, শিক্ষকের কারাদণ্ড


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ২১, ২০১৯, ০৬:৪১ পিএম
নিয়োগ পরীক্ষার্থীর উত্তরপত্র পূরণ, শিক্ষকের কারাদণ্ড

ঢাকা: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তরপত্র পূরণ করে দেওয়ায় এক শিক্ষককে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার দুপুরে মাগুরা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে এই ঘটনা ঘটে।

দণ্ডপ্রাপ্ত ওই শিক্ষকের নাম জাহাঙ্গীর আলম খান। তিনি মাগুরা সরকারি উচ্চবিদ্যালয়ের শিক্ষক।

জানা গেছে, মাগুরা সরকারি উচ্চবিদ্যালয় কেন্দ্রে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা শেষ হওয়ার ১০ মিনিট আগে মইনুল হাসান নামে এক পরীক্ষার্থী তার উত্তরপত্র শিক্ষক জাহাঙ্গীর আলম খানের কাছে জমা দেন। ওই শিক্ষক পাশের কক্ষে দায়িত্বে ছিলেন। উত্তরপত্র হাতে পেয়ে জাহাঙ্গীর আলম ওই পরীক্ষার্থীর উত্তরপত্র পূরণ করা শুরু করেন।

এ সময় হলের অন্য পরীক্ষার্থীরা বিষয়টি ওই কেন্দ্রে পরিদর্শনে আসা ম্যাজিস্ট্রেট শাহিনা নাসরিনকে জানায়। এরপর ওই ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে গিয়ে শিক্ষক জাহাঙ্গীর আলম খানকে হাতেনাতে ধরেন। পরে তাৎক্ষণিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে জাহাঙ্গীর আলমকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ম্যাজিস্ট্রেট শাহিনা নাসরিন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন মাগুরা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. মাহবুবুর রহমান।

গো নিউজ২৪/এমআর

শিক্ষা বিভাগের আরো খবর