অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা, যুবকের কারাদণ্ড


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ২১, ২০১৯, ০৪:০৪ পিএম
অন্যের হয়ে পরীক্ষা দিতে গিয়ে ধরা, যুবকের কারাদণ্ড

চট্টগ্রাম: সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগে অন্যের পরীক্ষা দিতে বসে ধরা পড়েছে এক যুবক। গ্রেফতারের পর তাকে এক বছরের কারাদণ্ড দিয়েছেন জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।

শুক্রবার সকালে নগরীর মিউনিসিপ্যাল মডেল হাইস্কুলে নিয়োগ পরীক্ষা শেষ হওয়া ১০ মিনিট আগে ধরা পড়েছে এই যুবক। পরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়সার খসরু তাকে এক বছরের সাজা দিয়ে কারাগারে পাঠিয়েছেন।

সাজা পাওয়া মো.ফরিদ উদ্দিন (২৯) কক্সবাজারের কুতুবদিয়া উপজেলার ফরিদুল ইসলামের ছেলে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে নির্বাহী ম্যাজিস্ট্রেট কায়সার খসরু গণমাধ্যমকে জানান, ফরিদ চট্টগ্রামের বাঁশখালী উপজেলার মমতাজুল ইসলামের ছেলে মো.তারিফুল ইসলামের হয়ে পরীক্ষা দিচ্ছিল। পরীক্ষা চলাকালীন বিশ্বাসযোগ্য সূত্রে ম্যাজিস্ট্রেট জানতে পারেন, তারিফুল পরীক্ষার হলের বাইরে অবস্থান করছেন, তার পরিবর্তে পরীক্ষা দিচ্ছেন আরেকজন। তখন পরীক্ষা প্রায় শেষপর্যায়ে পরীক্ষার হলে গিয়ে ফরিদের প্রবেশপত্র যাচাই করে ছবি টেম্পারিংয়ের প্রমাণ পান। একপর্যায়ে ফরিদ প্রক্সি দেওয়ার কথা স্বীকার করলে তাকে গ্রেফতার করা হয়।

গো নিউজ২৪/এমআর

শিক্ষা বিভাগের আরো খবর