ফল পুনর্নিরীক্ষণ: ২৩৭ জন জিপিএ-৫, ফেল থেকে পাস ১৪২


নিজস্ব প্রতিনিধি: প্রকাশিত: জুন ১, ২০১৯, ০৬:০৮ পিএম
ফল পুনর্নিরীক্ষণ: ২৩৭ জন জিপিএ-৫, ফেল থেকে পাস ১৪২

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পুনর্নিরীক্ষণে ঢাকা বোর্ডে নতুন করে আরও ২৩৭ জন পরীক্ষার্থী জিপিএ ফাইভ পেয়েছে। পাশাপাশি ফেলের খাতায় নাম আসা ১৪২ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। 

শনিবার এসএসসির পুনর্নিরীক্ষণের এই ফল প্রকাশ করে ঢাকা বোর্ড।

এসব শিক্ষার্থী মাধ্যমিকে ভর্তির জন্য সুযোগ পাবে। এর জন্য সময় নির্ধারণ করা হয়েছে ৩ ও ৪ জুন।

ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে জানা যায়, মোট ৫৭ হাজার ৫৫৫ জন পরীক্ষার্থী পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিল। তারা মোট এক লাখ ৩৯ হাজার ৩৩১টি উত্তরপত্র পুনঃপরীক্ষণের আবেদন করে। এর মধ্যে দুই হাজার ৮৩ জনের ফল পরিবর্তন হয়েছে।

প্রসঙ্গত, ৬ মে এসএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এরপর নির্ধারিত পদ্ধতিতে পুনর্নিরীক্ষণে আবেদন নেওয়া হয়।

গো নিউজ২৪/আই

শিক্ষা বিভাগের আরো খবর