আমরণ অনশনে রোকেয়া হলের ৫ শিক্ষার্থী


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: মার্চ ১৪, ২০১৯, ০৮:৫৫ এএম
আমরণ অনশনে রোকেয়া হলের ৫ শিক্ষার্থী

ঢাকা: কারচুপির অভিযোগ থাকা ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল সংসদ নির্বাচন বাতিল করে পুনরায় নির্বাচন এবং হল প্রভোস্ট জিনাত হুদার পদত্যাগসহ চার দফা দাবিতে আমরণ অনশনে বসেছেন হলের ৫ শিক্ষার্থী৷ তাদের মধ্যে চারজন বিভিন্ন প্যানেল থেকে হল সংসদে প্রার্থী ছিলেন৷

বুধবার রাত ৯টা থেকে তারা রোকেয়া হলের ফটকে অনশন শুরু করেন৷

চার দফার মধ্যে অজ্ঞাতনামাদের বিরুদ্ধে দায়ের করা মামলা প্রত্যাহার এবং আন্দোলনকারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার কথাও জাননো হয়েছে।

অনশনকারী শিক্ষার্থীরা হলেন, রাফিয়া সুলতানা, শ্রবণা শফিক দিপ্তী, প্রমী খিসা, শেখ সায়িদা আফরিন শাফি, জয়ন্তী রায়না।

এদিকে অনশনরত সায়িদা আফরিন শাফি বলেন, আমাদের দাবি না মানা পর্যন্ত আমরা এখানে অবস্থান করব।

এসময় পাশেই প্রায় শাতাধিক শিক্ষার্থী তাদের দাবির পক্ষে স্লোগান দিতে থাকেন।

গো নিউজ২৪/এমআর

শিক্ষা বিভাগের আরো খবর