৬ দফা দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: ফেব্রুয়ারি ১৮, ২০১৯, ০৩:০৬ পিএম
৬ দফা দাবিতে উপাচার্যের কার্যালয় ঘেরাও

ঢাকা: হলের বদলে একাডেমিক ভবনে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের ভোটকেন্দ্র করাসহ ছয় দফা দাবিতে উপাচার্য কার্যালয় ঘেরাও করেছে প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদবিরোধী ছাত্রঐক্য।

সোমবার দুপুর পৌনে ১টার দিকে এই ঘেরাও কর্মসূচি শুরু হয়েছে।

ছয় দফা দাবিগুলো হচ্ছে_

ডাকসুর ভোটকেন্দ্র হলের বাইরে রাখা, হলের মধ্যে সব সংগঠনের সহাবস্থান নিশ্চিত করা, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থীদের মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করা, গণরুম ও গেস্টরুম নির্যাতন বন্ধ করা এবং প্রথম বর্ষ থেকে বৈধ সিটের ব্যবস্থা করা, নির্বাচনের প্রচারণার ক্ষেত্রে ক্লাসরুম ক্যাম্পেইনের সুযোগ দেওয়া, বিশ্ববিদ্যালয়ের উপচার্যের ক্ষমতার ভারসাম্য করা।

গো নিউজ২৪/এমআর

শিক্ষা বিভাগের আরো খবর