পাটগ্রামের সোহাগপুরে যাত্রা শুরু করলো আবাবিল ন্যাশনাল স্কুল


শামসুদ দোহা, লালমনিরহাট প্রতিনিধি: প্রকাশিত: জানুয়ারি ৮, ২০১৯, ০৭:৪৮ পিএম
পাটগ্রামের সোহাগপুরে যাত্রা শুরু করলো আবাবিল ন্যাশনাল স্কুল

লালমনিরহাট জেলার পাটগ্রামের সোহাগপুরে যাত্রা শুরু করলো আবাবিল ন্যাশনাল স্কুল। এলাকার আনন্দ বাজার নামক স্থানে মঙ্গলবার স্কুলটির শুভ উদ্বোধন করেন উপজেলা চেয়ারম্যান মো. রুহুল আমিন বাবুল। 

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম তারক নাথ (টিএন) স্কুল এন্ড কলেজ এর ভারপ্রাপ্ত অধ্যক্ষ/ প্রধান শিক্ষক আব্দুল ওহাব প্রধান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পৌর মেয়র শমসের আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথি শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। তিনি তার বক্তব্যে বলেন, প্রতিটি মা-বাবার ইচ্ছা তার সন্তান ডাক্তার কিংবা ইঞ্জিনিয়ার হবে। সেই ইচ্ছা এবং চেষ্টা যেন অব্যাহত থাকে সেদিক লক্ষ্য রাখতে বলেন তিনি।

তিনি আরো বলেন, স্কুলের নামকরণ অনেক ভালো হয়েছে। এটি একটি ইসলামিক নাম, আবাবিল শব্দটি সূরা ফীল থেকে এসেছে। আবাবিল একটি পাখির নাম।

স্কুলের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম বলেন, এই স্কুলটি একদিন কলেজে উন্নীত করা হবে।

এসময় স্কুলের সহকারী শিক্ষক,শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।

গো নিউজ২৪/আই

শিক্ষা বিভাগের আরো খবর