মতিঝিল মডেল অ্যালামনাই ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন


বিএস প্রকাশিত: ডিসেম্বর ১৩, ২০১৮, ১২:৫৪ পিএম
মতিঝিল মডেল অ্যালামনাই ক্লাবের ওয়েবসাইট উদ্বোধন

যুগের সাথে তাল মিলিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক গ্রুপ ও পেজ এর পাশাপাশি ও‌য়েবসাইটেও সক্রিয় হচ্ছে Motijheel Model Alumni Club (MAC)। মতিঝিল মডেল স্কুল এন্ড কলেজের ১৯৮৩ ব্যাচ থেকে শুরু করে বর্তমান সময়ের ছাত্র-ছাত্রীবৃন্দ এই ক্লাবের সদস্য।  

সম্প্রতি মতিঝিল মডেল অ্যালামনাই ক্লাব (ম্যাক) - এর ও‌য়েবসাইট www.macmmsc.com আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ক‌রেন জাতীয় মানবা‌ধিকার ক‌মিশন এর চেয়ারম্যান জনাব কাজী রিয়াজুল হক। ১০ ডিসেম্বর (সোমবার) রাজধানীর উত্তরার ব্ল্যাক ড্রপ রেস্টুরেন্টে একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এর উদ্বোধন করা হয়। এতে মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের ৮৩ ব্যাচ (১ম ব্যাচ) থেকে শুরু করে ২০১৮ ব্যাচ এর ছাত্রছাত্রীদের অংশগ্রহ‌ন করে। অনুষ্ঠানে শুভেচ্ছা স্বরূপ উপস্থিত ম্যাক সদস্যদের মধ্যে ক্রেস্ট ও নতুন বছরের ক্যালেন্ডার প্রদান করা হয়।

এই ও‌য়েবসাইটের মাধ্যমে মতিঝিল মডেল অ্যালামনাই ক্লাব (ম্যাক) এর সমসাময়িক বিষয়াদি ও স্কুলের স্মৃতি তুলে ধরার পাশাপাশি মতিঝিল মডেল স্কুল অ্যান্ড কলেজের অ্যালামনাই রেজিস্ট্রেশন ও আইডি কার্ড সংগ্রহের সুবিধা প্রদান করা হবে। এই ও‌য়েবসাইটির মাধ্যমে দেশে ও বিদেশে বসবাসরত সকল অ্যালামনাইদের মাঝে যোগাযোগ আরও সমৃদ্ধ হবে এবং সুদৃঢ় সম্পর্ক গড়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করেন এর আয়োজকরা।

গো-নিউজ২৪/বিএস

শিক্ষা বিভাগের আরো খবর