কুবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ২


কুবি প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ৯, ২০১৮, ০৮:২১ পিএম
কুবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ২

কুমিল্লা: কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এসময় পরীক্ষাচলাকালীন সময় জালিয়াতির অভিযোগে দুই শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

শুক্রবার বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়সহ ১৫টি কেন্দ্রে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

জানাযায়, ‘বি’ ইউনিটের নির্ধারিত সবগুলো কেন্দ্রে সুষ্ঠুভাবে ভর্তি পরীক্ষা সম্পন্ন হলেও বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ কেন্দ্রে ৫০১ নং কক্ষে প্রক্সি পরীক্ষা দেওয়ার অভিযোগে দায়িত্বরত শিক্ষক মিনহাজ নামে একজনকে আটক করে পরে এই অভিযোগে গর্ভম্যান্ট ল্যাবরেটরি স্কুল কেন্দ্র থেকে মো. মিজানুর রহমান নামে আরেকজনকে আটক করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

এই বিষয়ে প্রক্টর ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দীন বলেন, দুইজন শিক্ষার্র্থীর উত্তরপত্রে ঘষামাজার অভিযোগে তাদেরকে আটক করা হয়েছে, তাদের পুলিশে সোর্পদের পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিটে (কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদ) আটটি বিভাগের অধিনে ৪৫০ টি আসনের বিপরীতে ২৪ হাজার ২৩২ জন শিক্ষার্থী আবেদন করেছে। ‘বি’ ইউনিটে একটি আসনের বিপরীতে ৫৪ জন ভর্তিচ্ছু ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।

উল্লেখ্য, আগামী ১০ নভেম্বর (শনিবার) সকাল ১০টায় ‘সি’ ইউনিটের পরীক্ষা এবং বিকাল ৩টা থেকে ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।

গো নিউজ২৪/এমআর

শিক্ষা বিভাগের আরো খবর