প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই: শিক্ষামন্ত্রী


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১, ২০১৮, ১১:৩৮ এএম
প্রশ্নপত্র ফাঁসের কোনো সুযোগ নেই: শিক্ষামন্ত্রী

ঢাকা: সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া প্রশ্নপত্র ফাঁসের কোনো সংবাদ প্রচার না করতে গণমাধ্যমের প্রতি অনুরোধ জানিয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, প্রশ্নফাঁসের সংবাদ প্রচার করলে জনমনে আতঙ্ক তৈরি হয়।

বৃহস্পতিবার সকালে রাজধানীর মতিঝিল সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে জেএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন মন্ত্রী।

এ বছর প্রশ্নফাঁস এবং শিক্ষার্থীদের নিরাপত্তায় শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী কাজ করছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, এবার প্রশ্নফাঁসের কোনো সুযোগ নেই কারণ সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

এবারের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২৬ লাখ ৭০ হাজার ৩৩৩ জন। এর মধ্যে ১৪ লাখ ৪৬ হাজার ৬০১ জন ছাত্রী। ১২ লাখ ২৩ হাজার ৭৩২ জন ছাত্র।

গো নিউজ২৪/এমআর

শিক্ষা বিভাগের আরো খবর