ঢাবির খ ইউনিটের ফল প্রকাশ, ৮৬ শতাংশ ফেল


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: সেপ্টেম্বর ২৫, ২০১৮, ০১:৫৭ পিএম
ঢাবির খ ইউনিটের ফল প্রকাশ, ৮৬ শতাংশ ফেল

ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০১৮-২০১৯ শিক্ষাবর্ষে কলা অনুষদভুক্ত ‘খ ’ ইউনিটের অধীনে প্রথম বর্ষ সম্মান শ্রেণিতে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে।

এতে দেখা গেছে, ৮৬ শতাংশ পরীক্ষার্থীই কৃতকার্য হতে পারেননি। মাত্র ১৪ শতাংশ শিক্ষার্থী পাস করেছেন।

মঙ্গলবার বেলা ১টায় রেজিস্ট্রার বিল্ডিংয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে আনুষ্ঠানিক ফল উদ্বোধন করেন ভিসি অধ্যাপক ড. আখতারুজ্জামান।

এবছর খ ইউনিটের ভর্তি পরীক্ষায় ২ হাজার ৩৭৮টি আসনের বিপরীতে অংশ নিয়েছিলো ৩৩ হাজার ৮৯৭ জন। এর মধ্যে উত্তীর্ণ হয়েছে ৪ হাজার ৭৪৭।

পরীক্ষার বিস্তারিত ফল ও পরবর্তী কার্যক্রম সর্ম্পকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট admission.eis.du.ac.bd এ জানা যাবে।

এছাড়া মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়েও ফল জানা যাবে। সেক্ষেত্রে যে কোনো মোবাইল অপারেটর থেকে মেসেজ অপশনে গিয়ে DU KHA স্পেস রোল নম্বর লিখে ১৬৩২১ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানিয়ে দেয়া হবে।

গো নিউজ২৪/এমআর

শিক্ষা বিভাগের আরো খবর