এইচএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন করবেন যেভাবে


নিউজ ডেস্ক: প্রকাশিত: জুলাই ১৯, ২০১৮, ০৬:২৭ পিএম
এইচএসসির ফল পুনঃনিরীক্ষার আবেদন করবেন যেভাবে

ঢাকা : এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে বৃহস্পতিবার। এবারের ফলাফলে শতকরা ৬৬.৬৪ শতাংশ শিক্ষার্থী কৃতকার্য হয়েছেন। সে হিসেবে অকৃতকার্য হয়েছেন ৩৩.৩৬ শতাংশ শিক্ষার্থী।  জিপিএ-৫ পেয়েছেন ২৯ হাজার ২৬২ জন শিক্ষার্থী।

এক্ষেত্রে যাদের ফল নিয়ে সংশয় থাকবে তারা পুনঃনিরীক্ষার জন্য আবেদন করতে পারবেন। শুক্রবার (২০ জুলাই) থেকে এইচএসসি ও সমমানের ফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। আবেদনের সময় শেষ হবে ২৬ জুলাই পর্যন্ত।

যেভাবে করবেন আবেদন:
ফল পুনঃনিরীক্ষণের আবেদন করতে RSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে বিষয় কোড লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে।
 
ফিরতি এসএমএসে ফি বাবদ কত টাকা কেটে নেয়া হবে তা জানিয়ে একটি পিন নম্বর (পার্সোনাল আইডেন্টিফিকেশন নম্বর-PIN) দেয়া হবে।
 
আবেদনে সম্মত থাকলে RSC লিখে স্পেস দিয়ে YES লিখে স্পেস দিয়ে পিন নম্বর লিখে স্পেস দিয়ে যোগাযোগের জন্য একটি মোবাইল নম্বর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস পাঠাতে হবে।
 
প্রতিটি বিষয় ও প্রতি পত্রের জন্য দেড়শ টাকা হারে চার্জ কাটা হবে। যে সব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে যে সব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে দুটি পত্রের জন্য মোট ৩০০ টাকা ফি কাটা হবে।
 
একই এসএমএসে একাধিক বিষয়ের আবেদন করা যাবে, এক্ষেত্রে বিষয় কোড পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে।
 
তবে ম্যানুয়েল কোনো আবেদন গ্রহণ করা হবে না বলে ঢাকা শিক্ষা বোর্ডের পক্ষ থেকে জানানো হয়েছে।

 

গো নিউজ২৪/আই

শিক্ষা বিভাগের আরো খবর