কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক


নিজেস্ব প্রতিবেদক প্রকাশিত: এপ্রিল ১১, ২০১৮, ১২:৫৩ পিএম
কোটা সংস্কার আন্দোলন যৌক্তিক

সরকারি চাকরিতে কোটা সংস্কারের দাবি যৌক্তিক উল্লেখ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. মো. আখতারুজ্জামান বলেছেন, এই যৌক্তিক দাবির সঙ্গে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একমত। তাছাড়া, কোটা সংস্কার যত দ্রুত হবে ততই মঙ্গল।

বুধবার দুপুরে উপাচার্য তার কার্যালয়ে সাংবাদিকদের ব্রিফিংকালে এ কথা জানান।

এই সময় উপাচার্য বলেন, শিক্ষার্থীদের দাবি বাস্তবায়ন বিলম্বিত বা প্রলম্বিত করা হলে তাতে কেবল ভোগান্তিই বাড়বে। তাই এ দাবি যত দ্রুত বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হবে, ততই সবার জন্য মঙ্গল। এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে সরকারকে বলাও হয়েছে।

এ দিকে কোটা সংস্কার নিয়ে প্রধানমন্ত্রীর সুনির্দিষ্ট ঘোষণা না আসা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ।

বুধবার সকালে ঢাকা বিশ্ববিদালয়ের কেন্দ্রীয় পাঠাগারের সামনে সাংবাদ সম্মেলনে এ ঘোষণা সংগঠনের যুগ্ম আহ্বায়ক রাশেদ খান।

গো নিউজ২৪/এমআর

শিক্ষা বিভাগের আরো খবর