চবি প্রক্টরের পদত্যাগ দাবিতে ছাত্রলীগের একাংশের অবরোধ


চট্টগ্রাম প্রকাশিত: ফেব্রুয়ারি ২০, ২০১৮, ০২:৪২ পিএম
চবি প্রক্টরের পদত্যাগ দাবিতে ছাত্রলীগের একাংশের অবরোধ

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পদত্যাগ দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘটের ডাক দিয়ে প্রধান ফটকে তালা দিয়েছে ছাত্রলীগের একাংশ।

এর জের ধরে মঙ্গলবার বেলা সাড়ে ১২টার দিকে পুলিশ ও ছাত্রলীগের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। এ সময় ছাত্রলীগের একজনকে আটক করেছে পুলিশ।

জানা গেছে, সোমবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শাহজালাল ও শাহ আমানত আবাসিক হলে ছাত্রলীগের দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সেই সময় দুপক্ষের ধাওয়া-পাল্টাধাওয়া এবং ঢিলের আঘাতে অন্তত ছয়জন আহত হন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ছোড়ে।

এ ঘটনায় রাতে পুলিশ হল দুটিতে তল্লাশি চালিয়ে দুটি দেশীয় কাটা রাইফেল ও অস্ত্রসহ কয়েকজনকে আটক করে।

মঙ্গলবার ছাত্রলীগের একাংশ তাদের কর্মীদের আটক ও মারধরের প্রতিবাদে বিশ্ববিদ্যালয়ে প্রক্টরের পদত্যাগ দাবি করে প্রধান ফটকে তালা দেয়। এ ঘটনায় ক্যাম্পাসগামী শাটল ট্রেন ও বাস চলাচল বন্ধ রয়েছে।

তবে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আলী আজগর চৌধুরী জানান, ক্যাম্পাসে গাড়ি চলাচল বন্ধ থাকলেও ক্লাস-পরীক্ষা নির্ধারিত সূচি অনুযায়ী চলছে।

গো নিউজ২৪/এমআর

শিক্ষা বিভাগের আরো খবর