উপবৃত্তি পাবে ৬ লাখ ২ হাজার শিক্ষার্থী


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ২২, ২০১৮, ০৬:৫০ পিএম
উপবৃত্তি পাবে ৬ লাখ ২ হাজার শিক্ষার্থী

ঢাকা : আগামী জুন মাস থেকে উচ্চ মাধ্যমিক পর্যায়ে ৬ লাখ ২ হাজার দরিদ্র শিক্ষার্থী উপবৃত্তির অর্থ পাবে। এবছর বিজ্ঞান শিক্ষার্থীদের বার্ষিক ২ হাজার ৮০০ টাকা এবং মানবিক, কারিগরি ও মাদরাসা শিক্ষার্থীদের ২ হাজার ১০০ টাকা হারে উপবৃত্তি দেয়া হবে। উপবৃত্তির এ টাকা বার্ষিক দুই কিস্তিতে প্রদান করা হবে। এরমধ্যে ৪০ শতাংশ পাবে ছাত্রী এবং ১০ শতাংশ পাবে ছাত্র।

ইতোমধ্যে প্রকল্পের মাধ্যমে মাঠ পর্যায়ের তথ্য সংগ্রহের কাজ শুরু হয়েছে বলে জানা গেছে।

সারা দেশে দরিদ্র শিক্ষার্থীদের ঝড়ে পড়া রোধে ও পরিবারের ওপর চাপ কমাতে শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে ২০১৪ সালে ‘উচ্চ মাধ্যমিক উপবৃত্তি প্রকল্প’ চালু হয়। এ প্রকল্পের মাধ্যমে গত কয়েক বছর ধরে দরিদ্র শিক্ষার্থীদের উপবৃত্তি দেয়া হচ্ছে। ২০১৭ জুলাই প্রকল্পের মেয়াদ উত্তীর্ণ হলেও দ্বিতীয় দফায় আরও দুই বছর এর সময়কাল বাড়ানো হয়।

এবছর সরকারের তহবিল থেকে এ বাবদ প্রায় ১৬২ কোটি ৫৪ লাখ টাকা ব্যয় ধার্য করা হয়েছে। জুন ও ডিসেম্বরে দুটি কিস্তিতে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেয়া হবে। মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে শিক্ষার্থীরা সহজেই এ অর্থ উত্তোলন করতে পারবে।

 গো নিউজ২৪/আই

শিক্ষা বিভাগের আরো খবর