এইচএসসি পরীক্ষা ২০১৮-এর পূর্ণাঙ্গ সময়সূচি


অনলাইন ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০১৮, ০১:৫১ পিএম
এইচএসসি পরীক্ষা ২০১৮-এর পূর্ণাঙ্গ সময়সূচি

সারাদেশে আগামী ২ এপ্রিল থেকে একযোগে ২০১৭ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। এক নজরে দেখে নিন রুটিন এবং শেয়ার দিয়ে নিজের কাছে রেখে দিন।

উল্লেখ্য,

*পরীক্ষা শুরুর ৩০ মিনিট আগে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে হবে।

*পরীক্ষাকেন্দ্রে পরীক্ষা চলাকালে শিক্ষার্থীদের মোবাইল ফোন সঙ্গে রাখা ও ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ।

*পরীক্ষা শুরুর এক ঘণ্টার মধ্যে পরীক্ষাকক্ষ ত্যাগ করা যাবে না।

*শিক্ষার্থীর মূল আইডি কার্ড ব্যতীত কোন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না।

*শিক্ষার্থীদের নিজ নিজ স্টাডি সেন্টারে যোগাযোগ করে পরীক্ষা কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে তা জেনে নিতে হবে।

*ব্যবহারিক পরীক্ষার সময়সূচি নিজ নিজ পরীক্ষাকেন্দ্র থেকে জেনে নিতে হবে।

*২০১২ ব্যাচের শিক্ষার্থীদের এইচএসসি পরীক্ষা ২০১৮-এ অংশগ্রহণের সর্বশেষ সুযোগ।

*১৪/০৫/২০১৮ তারিখের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

*কোনো কারণ দর্শানো ব্যতীত বাউবি কর্তৃপক্ষ পরীক্ষার সময়সূচি পরিবর্তন করতে পারবে।

গো নিউজ২৪/এবি

শিক্ষা বিভাগের আরো খবর