জাপান যাচ্ছেন রাজশাহী কলেজের তিন শিক্ষার্থী


স্টাফ করেসপন্ডেন্ট, রাজশাহী প্রকাশিত: জানুয়ারি ১৯, ২০১৮, ১০:৫৪ এএম
জাপান যাচ্ছেন রাজশাহী কলেজের তিন শিক্ষার্থী

সাকুরা এক্সচেঞ্জ প্রোগ্রামিং ইন সাইন্স প্রোগ্রামে বাংলাদেশের প্রতিনিধি হচ্ছেন রাজশাহী কলেজের তিন শিক্ষার্থী। ২০ জানুয়ারি তারা জাপানের উদ্দেশ্যে রওনা হবেন। 

রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমান জানান, একাদশ শ্রেণির বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী আবদুর রাজ্জাক, আফিফা তানিম ক্বনিতা ও লামিয়া এনাম এবার বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে যাচ্ছেন জাপান।

তাদের সঙ্গে থাকবেন রাজশাহী কলেজের পদার্থবিজ্ঞানে প্রভাষক বারিক মৃধা। তারা সাত দিন জাপানের ওকামিয়া ইউনিভার্সিটি সাইন্স প্রোগ্রামিং এ অংশ নিতে যাবেন।

রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর হবিবুর রহমানের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বায়োলজিক্যাল সাইন্স বিভাগের পরিচালক প্রফেসর মুনজুর হোসাইন।

বিশেষ অতিথি ছিলেন জাপানের ডিএমডি মাইসি একাফুজি প্রতিষ্ঠানের প্রধান বিজ্ঞানী কেনজি টুসজি।

গো নিউজ২৪/এবি

শিক্ষা বিভাগের আরো খবর