সচিবের আশ্বসে মাদ্রাসা শিক্ষকদের অনশন প্রত্যাহার


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৮, ০৩:১০ পিএম
সচিবের আশ্বসে মাদ্রাসা শিক্ষকদের অনশন প্রত্যাহার

ঢাকা : টানা আট দিন অনশনের পর আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করলেন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার আন্দোলনরত শিক্ষকরা। 

মঙ্গলবার দুপুরে তৃতীয় দফা বৈঠকের পর আন্দোলনরত শিক্ষকদের অনশন ভাঙাতে জাতীয় প্রেসক্লাবের সামনে যান শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগের সচিব মো. আলমগীর হোসেন। তার দেয়া প্রতিশ্রুতিতে আন্দোলন কর্মসূচি প্রত্যাহার করে নেন ইবতেদায়ি শিক্ষকরা।

আন্দোলনরত শিক্ষকদের কাছে গিয়ে সচিব বলেন, আমরা ইতোমধ্যে আপনাদের তথ্য সংগ্রহ করে মন্ত্রী বরাবর পাঠিয়েছি। মন্ত্রী আস্বস্ত করেছেন আপনাদের দাবি মেনে নিয়ে কার্যকরী পদক্ষেপ নেয়া হবে। তাই আপনারা আন্দোলনে প্রত্যাহার করে বাড়ি ফিরে যান এবং পাঠদানে মনযোগী হন।

এর পর স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষক সমিতির সভাপতি কারী রুহুল আমিন চৌধুরী অনশন ভেঙ্গে আন্দোলন প্রত্যাহার করার ঘোষণা দেন। তবে আগামী প্রাক বাজেটে স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষদের দাবির বিষয় অর্ন্তভূক্ত করা না হলে আবারো কর্মসূচি  দেওয়ার কথা জানান তিনি।

গো নিউজ২৪/আই

শিক্ষা বিভাগের আরো খবর