আমরণ অনশনে এক শিক্ষকের মৃত্যু


নিউজ ডেস্ক প্রকাশিত: জানুয়ারি ১৬, ২০১৮, ০৯:৫৫ এএম
আমরণ অনশনে এক শিক্ষকের মৃত্যু

জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষকদের আমরণ অনশনে অসুস্থ হয়ে এক শিক্ষকের মৃত্যুর খবর পাওয়া গেছে। অনশনে অসুস্থ হয়ে পড়লে ওই শিক্ষককে কুষ্টিয়ায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

নিহত ওই শিক্ষকের নাম আব্দুল মান্নান, তিনি নন-এমপিও মিরপুরের চিথলিয়া দাখিল মাদ্রাসার সুপার হিসেবে কর্মরত ছিলেন।

এদিকে আরও ১৮৫ জন শিক্ষক ইতোমধ্যে অসুস্থ হয়ে পড়েছেন।

উল্লেখ্য, নন-এমপিও শিক্ষা প্রতিষ্ঠান এমপিওভুক্তির দাবিতে গত ২৬ ডিসেম্বর ২০১৭ থেকে জাতীয় প্রেসক্লাবের সামনে নন-এমপিও শিক্ষকরা আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। অনশনরত অবস্থায় ওই শিক্ষক অসুস্থ হয়ে পড়লে তাঁকে বাড়ি পাঠিয়ে দেওয়া হয়। পরবর্তীতে তার শারীরিক অবস্থার অবনতি হলে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গতকাল রবিবার দুপুরে মারা যান।

গো নিউজ২৪/এবি

শিক্ষা বিভাগের আরো খবর