পুলিশ পদক পেলেন ঢাবি ১৯৯৪-৯৫ ব্যাচের ৩ মেধাবী পুলিশ অফিসার


প্রকাশিত: জানুয়ারি ১১, ২০১৮, ০১:৫০ পিএম
পুলিশ পদক পেলেন ঢাবি ১৯৯৪-৯৫ ব্যাচের ৩ মেধাবী পুলিশ অফিসার

জঙ্গি ও মাদকের প্রতিকার, বাংলাদেশ পুলিশের অঙ্গীকার এই মূল প্রতিপাদ্য বিষয় নিয়ে গত ৮ জানুয়ারী সোমবার থেকে শুরু হয়েছে ৫ দিন ব্যাপী পুলিশ সপ্তাহ-২০১৮। সোমবার সকাল ১০টায় রাজারবাগ পুলিশ লাইন্স মাঠে পাঁচ দিনব্যাপী পুলিশ সপ্তাহের উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

পুলিশ সপ্তাহ উপলক্ষে ২০১৭ সালে পুলিশ বাহিনীর সদস্যদের অসীম সাহসিকতা ও বীরত্বপূর্ণ কাজের স্বীকৃতি স্বরূপ ৩০ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম), ৭১ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবং গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদ্ঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশংসনীয় অবদানের জন্য ২৮ পুলিশ সদস্যকে বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম)-সেবা এবং ৫৩ জনকে রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম)-সেবা দেওয়া হয়। 

২০১৭ সালে নিজ নিজ কাজের ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখার জন্য এবার ঢাকা বিশ্ববিদ্যালয় ১৯৯৪-৯৫ ব্যাচের তিন জন মেধাবী পুলিশ অফিসার পেয়েছেন পুলিশ পদক। এরমধ্যে বরগুনা জেলার পুলিশ সুপার বিজয় বসাক এবং পুলিশ সদরদপ্তরের এসপি মোহাম্মদ উল্যা পেয়েছেন বাংলাদেশে পুলিশ মেডেল (বিপিএম-সেবা) এবং ডিবিশনাল ব্রাঞ্চ (ডিবি) পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার মোঃ শাহজাহান সাজু পেয়েছে আইজিপি ব্যাচ। 

পুলিশ সুপার বিজয় বসাক ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিষয় হতে স্নাতকোত্তর লাভ করে বাংলাদেশ পুলিশে এএসপি হিসাবে যোগদান করেন। তিনি ২০১৫ সালের ১৪ জুন পুলিশ সুপার হিসেবে বরগুনায় যোগ দেন এবং জেলার আইনশৃঙ্খলা রক্ষায় বিশেষ ভূমিকা রাখায় পাঁচ-পাঁচবার বরিশাল বিভাগের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হন। এছাড়া পেশাগত দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখায় ২০১১ সালে প্রেসিডেন্ট পুলিশ মেডেল (পিপিএম) এবং ২০১২ এবং ২০১৬ সালে দু’দুবার তিনি অর্জন করেন আইজি ব্যাচ। 

পুলিশ সুপার মোহাম্মদ উল্ল্যা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজ কল্যাণ বিভাগ হতে স্নাতকোত্তর লাভ করে বাংলাদেশ পুলিশে এএসপি হিসাবে যোগদান করেন। তিনি ঢাকা কলেজের মেধাবী ছাত্র ছিলেন। তিনি ২০১৭ সালে পুলিশ সুপার হিসাবে পদোন্নতি পান। তিনি বর্তমানে পুলিশ সদর দপ্তরের ইন্টেলিজেন্স এন্ড স্পেশাল এ্যাফেয়ার্স বিভাগের পুলিশ সুপার হিসাবে কর্মরত আছেন। 

অতিরিক্ত উপ-কমিশনার মোঃ শাহজাহান সাজু ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগ হতে স্নাতকোত্তর লাভ করে বাংলাদেশ পুলিশে এএসপি হিসাবে যোগদান করেন। ডিবি পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার হিসাবে অত্যান্ত সাহসিকতার সাথে বিভিন্ন গুরুত্বপূর্ন ও জটিল মামলার সমাধানে তিনি অবদান রাখেন। তিনি অনেক দাগী আসামী গ্রেপ্তারেও প্রত্যক্ষ ভূমিকা রাখেন। 

গো-নিউজ২৪/বিএস

 

শিক্ষা বিভাগের আরো খবর