রাবিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে মারামারি, আটক ২


রাবি প্রতিনিধি প্রকাশিত: নভেম্বর ২২, ২০১৭, ০৪:০১ পিএম
রাবিতে অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে মারামারি, আটক ২

রাবি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অভ্যন্তরে অবৈধ স্থাপনা উচ্ছেদ নিয়ে মারামারির ঘটনায় একজন দোকানি ও তার ছোট ভাইকে আটক করেছে পুলিশ।

বুধবার দুপুর ১২টার দিকে বিশ্ববিদ্যালয় প্রক্টর ও সহকারী প্রক্টররা পরিবহন মার্কেটের একটি অবৈধ দোকান উচ্ছেদ করতে যান।  ওই সময় দোকানির সাথে বাকবিতণ্ডার এক পর্যায়ে মারামারির এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিশ্ববিদ্যালয় এস্টেট দপ্তরের পরিচালক জাহিদ আলী, প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান ও তার সহকারীরা ক্যাম্পাসের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযানে আসেন। প্রথমে পরিবহন মার্কেটের ক্যাম্পাস ফুড কর্নারের অতিরিক্ত অংশ সরিয়ে ফেলার জন্য দোকানিকে অনুরোধ জানানো হয়। তবে দোকানি নিজাম উদ্দিন আলম ও তার ভাই মুন্না দোকান উচ্ছেদে বাধা দেন। এক পর্যায়ে প্রক্টরের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন তারা। প্রক্টরিয়াল বডির সাথে ধাক্কাধাক্কি হয়েছে বলে জানান অনেকে।

ঘটনাস্থলে উপস্থিত থাকা সৌরভ হোসেন নামে এক শিক্ষার্থী জানান, দোকানি আলম প্রক্টরকে ক্যাম্পাসের অন্যসব অবৈধ স্থাপনা আগে উচ্ছেদ করে পরে তার দোকান উচ্ছেদ করতে বলেন। প্রক্টরের সাথে দুর্ব্যবহারও করেন ওই দোকানি।

এদিকে সাধারণ শিক্ষার্থীদের সাথে দোকানির হাতাহাতির ঘটনা ঘটে। শিক্ষার্থীরা দোকানের চেয়ার টেবিল ও আসবাবপত্র ভেঙে ফেলেন। এসময় দোকানির হামলায় দুজন শিক্ষার্থী আহত হয়। পরে উত্তেজিত হয়ে আবারও শিক্ষার্থীরা আলমকে মারধর শুরু করে। মতিহার থানা পুলিশ আলম ও মুন্নাকে থানায় নিয়ে যায়। তাদের বাসা বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর ধরমপুর এলাকায়।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. লুৎফর রহমান বলেন, ওই দোকানির অপরাধ জগতের সাথে সংশ্লিষ্টতাসহ শিক্ষার্থীদের সাথে খারাপ ব্যবহারেরও অভিযোগ রয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

মতিহার থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী হাসান জানান, প্রক্টর স্যারের সাথে কথা বলে ঘটনাস্থল থেকে দোকানি আলম ও তার ভাইকে থানায় নিয়ে আসা হয়েছে।

গোনিউজ/এমবি
 

শিক্ষা বিভাগের আরো খবর