রাবির অপহৃত ছাত্রী ঢাকায় কাজী অফিস থেকে উদ্ধার


নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: নভেম্বর ১৮, ২০১৭, ০৫:০৬ পিএম
রাবির অপহৃত ছাত্রী ঢাকায় কাজী অফিস থেকে উদ্ধার

রাজধানীর একটি কাজী অফিস থেকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বাংলা বিভাগের ‘অপহৃত’ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। এসময় তার সাবেক স্বামী সোহেল রানাকেও আটক করা হয়েছে।

শনিবার বিকাল ৩টায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক লুৎফর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) মুখপাত্র সহকারী কমিশনার ইফতে খায়ের আলম বলেন, ‘ঢাকা থেকে ওই ছাত্রী ও তার সাবেক স্বামীকে (বিচ্ছেদ প্রক্রিয়াধীন) ঢাকা মহানগর পুলিশের সহায়তায় উদ্ধার করা হয়েছে। তারা দুজনেই পুলিশ হেফাজতে রয়েছে।’

এর আগে ‘অপহৃত’ ছাত্রীকে শনিবার দুপুর ২টার মধ্যে উদ্ধারের জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আল্টিমেটাম দিয়েছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

উল্লেখ্য, শুক্রবার সকালে রাবির বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা হলের সামনে থেকে মাইক্রোবাসে করে বাংলা বিভাগের চূড়ান্ত বর্ষের ওই ছাত্রীকে জোর করে মাইক্রোবাসে তুলে নিয়ে যাওয়া হয়।

তিনি তাপসী রাবেয়া হলের আবাসিক শিক্ষার্থী। তার বাড়ি নওগাঁর মহাদেবপুর উপজেলার মাতাজি এলাকার। পরে ওই ছাত্রীর সন্ধান চেয়ে শুক্রবার বিকাল ৪টা থেকে উপাচার্যের বাসভবন ঘেরাও কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা। সন্ধ্যা ৭টার দিকে তা স্থগিত করা হয়।

গো নিউজ২৪/এবি

শিক্ষা বিভাগের আরো খবর