৩১টি মেডিক্যাল ও ডেন্টাল কলেজেন ফলাফল প্রকাশ হচ্ছে


নিউজ ডেস্ক প্রকাশিত: অক্টোবর ৯, ২০১৭, ০৫:৩১ পিএম
৩১টি মেডিক্যাল ও ডেন্টাল কলেজেন ফলাফল প্রকাশ হচ্ছে

সরকারি-বেসরকারি মেডিক্যাল এবং ডেন্টাল কলেজের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ হতে যাচ্ছে আজ সোমবার। এ দিন যেকোনো সময় পরীক্ষার ফলাফল প্রকাশ করবে স্বাস্থ্য অধিদপ্তর।

এর আগে ৩১টি মেডিক্যাল ও ডেন্টাল কলেজে ভর্তির জন্য গত ৬ অক্টোবর ৩৪টি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত ১০০ নম্বরের নৈর্ব্যক্তিক প্রশ্নপত্রে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

সরকারি ৩১ ও বেসরকারি ৬৯টি কলেজে ভর্তির জন্য ৮২ হাজার ৮৫৬ জন শিক্ষার্থী আবেদন করেছিলেন। মোট ১০ হাজারের মতো আসনের মধ্যে সরকারি কলেজগুলোতে রয়েছে ৩৩১৮টি আসন।

স্বাস্থ্য মন্ত্রণালয় ও স্বাস্থ্য অধিদফতরের একাধিক দায়িত্বশীল সূত্রের তথ্যানুসারে আজ সোমবার ফলাফল প্রকাশিত বলে নিশ্চিত করেন।

নাম প্রকাশ না করার শর্তে অধিদফতরের একজন কর্মকতা জানান, ইতোমধ্যেই ভর্তি পরীক্ষার সকল উত্তরপত্র উন্নত প্রযুক্তির আইসিআর (ইন্টিলিজেন্ট ক্যারেক্টার রিকগনিশন) মেশিনের সাহায্যে দুই-দুইবার পরীক্ষা-পুনঃপরীক্ষার কাজ সম্পন্ন হয়েছে।

ভর্তি কমিটির সদস্য সচিব ও স্বাস্থ্য অধিদফতরের পরিচালক (চিকিৎসা শিক্ষা ও স্বাস্থ্য জনশক্তি উন্নয়ন) অধ্যাপক ডা. মো. আবদুর রশীদ বলেন, আজ যেকোনো মুহূর্তে ফল প্রকাশিত হবে। ওয়েব সাইটে নাকি সংবাদ সম্মেলন করে ফল প্রকাশ হবে তা জানতে চাইলে তিনি জানান এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি।

গো নিউজ২৪/এবি

শিক্ষা বিভাগের আরো খবর