চবিতে স্বর্ণপদক পাচ্ছে ১৬ শিক্ষার্থী, আসছেন শিক্ষামন্ত্রী


স্টাফ করেসপন্ডেন্ট, চট্রগ্রাম প্রকাশিত: জুলাই ২৭, ২০১৭, ১২:৩৫ পিএম
চবিতে স্বর্ণপদক পাচ্ছে ১৬ শিক্ষার্থী, আসছেন শিক্ষামন্ত্রী

চট্টগ্রাম : চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ২০০৯ থেকে ২০১৬ সাল পর্যন্ত বাংলা ও ইংরেজি রচনা প্রতিযোগিতায় প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনকারী ৩৩ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হচ্ছে। এর মধ্যে ১৭ শিক্ষার্থী পাচ্ছেন রাষ্ট্রপতি স্বর্ণপদক। 

আগামী ৩০ জুলাই (রোববার) ব্যবসায় প্রশাসন অনুষদের অডিটোরিয়ামে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

অনুষ্ঠানে প্রধান অথিতি হিসেবে উপস্থিত থাকার সম্মতি জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। বিশেষ অতিথি হিসেবে রাষ্ট্রপতির একান্ত সচিব সম্পদ বড়ুয়া ও শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইনের থাকার কথা রয়েছে।

বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) রেজিস্ট্রার অধ্যাপক ড.কামরুল হুদা বলেন, ‘মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা সচিব ও মহামান্য রাষ্ট্রপতির একান্ত সচিব অনুষ্ঠানে থাকার কথা রয়েছে। বিশ্ববিদ্যালয়ের এ অনুষ্ঠানটি গত ১৭ মে হওয়ার কথা ছিল। কিন্তু অনিবার্য কারণে তখন আর হয়নি। তাই আগামী ৩০ জুলাই বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদ অডিটোরিয়ামে মোট ৩৩ জনকে পুরস্কার দেওয়া হবে। এর মধ্যে ১৭ শিক্ষার্থী পাচ্ছেন রাষ্ট্রপতি স্বর্ণপদক।’

গো নিউজ২৪/পিআর

শিক্ষা বিভাগের আরো খবর