সিলেটে পাশের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ এ ছেলেরা


স্টাফ করেসপন্ডেন্ট, সিলেট প্রকাশিত: জুলাই ২৩, ২০১৭, ১১:৫৪ এএম
সিলেটে পাশের হারে এগিয়ে মেয়েরা, জিপিএ-৫ এ ছেলেরা

সিলেটে এবার এইচএসসি পরীক্ষায় পাশের হার বেড়েছে, কিন্তু কমেছে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা।

এবার পাশ করেছে ৭২ শতাংশ। যা গতবারের তুলনায় ৩ দশমিক ৪১ ভাগ বেশি। ২০১৬ সালে পাশের হার ছিল ৬৮ দশমিক ৫৯ ভাগ। এবার জিপিএ-৫ পেয়েছে ৭০০ জন। গতবছর এই সংখ্যা ছিল ১ হাজার ৩৩০ জন।

রবিবার সকাল ১১টায় সিলেট মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের ফলাফল প্রকাশ করেন বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ সামছুল ইসলাম।

এবারের পরীক্ষায় পাশের হারে এগিয়ে আছে মেয়েরা আর জিপিএর সংখ্যায় মেয়েদের চেয়ে ছেলেরা এগিয়ে রয়েছে। ছেলেদের পাশের হার ৭০ দশমিক ৩৯ শতাংশ। আর মেয়েদের পাশের হার ৭৩ দশমিক ৩৬ শতাংশ।

অপরদিকে সিলেট শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্ত ছেলেদের সংখ্যা ৪৫৫ এবং মেয়েদের সংখ্যা ২৪৫ জন।

গো নিউজ২৪/পিআর

শিক্ষা বিভাগের আরো খবর