পরীক্ষায় প্রক্সি, রাবিসহ ১২ শিক্ষার্থী আটক


স্টাফ করেসপন্ডেন্ট, রাজশাহী প্রকাশিত: জুলাই ১৮, ২০১৭, ০৮:০০ পিএম
পরীক্ষায় প্রক্সি, রাবিসহ ১২ শিক্ষার্থী আটক

রাজশাহীর মোহনপুরে জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন ডিগ্রি (পাশ) পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন সরকারি কলেজের ১২ শিক্ষার্থীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার বিকেলে জেলার মোহনপুর ডিগ্রি কলেজ কেন্দ্র থেকে এসব ভুয়া পরীক্ষার্থীদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- সাব্বির হোসেন, মোস্তাফিজুর রহমান, মিঠু রহমান, আমিনুল ইসলাম, আরিফুল ইসলাম, সাইদুল ইসলাম, আব্দুস সালাম, মোতালেব হোসেন, জানাতুল ফেরদৌস, আল আমিন, রুবেল আলী, এমরান আলী ও কাওসার হোসেন। 

এরা রাজশাহী বিশ্ববিদ্যালয়, রাজশাহী কলেজ ও রাজশাহী নিউ ডিগ্রি কলেজের শিক্ষার্থী। 

পরীক্ষা কেন্দ্রে দায়িত্বরত শিক্ষকরা জানান, মঙ্গলবার বিকেলে মোহনপুর ডিগ্রি কলেজ কেন্দ্রে ইংরেজি পরীক্ষা চলছিল। তখন উপস্থিতির স্বাক্ষর নেয়ার সময় পরীক্ষার্থীদের বাবার নাম ভুল পাওয়া যায়। এছাড়া স্বাক্ষরের সঙ্গে অমিলও পাওয়া যায়। এতে তাদের সন্দেহ হলে চ্যালেঞ্জ করা হয়। তবে এসব ভুয়া পরীক্ষার্থীরা কোনো ভালো উত্তর দিতে পারেনি। পরে তাদের পুলিশে হাতে সোপর্দ করা হয়। 

পরীক্ষা কেন্দ্রের সচিব  ও মোহনপুর ডিগ্রি কলেজের উপাধ্যক্ষ মকবুল হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মোহনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাসুদ পারভেজ জানান, এ বিষয়ে মামলা হয়নি। 

গো নিউজ/এমবি
 

শিক্ষা বিভাগের আরো খবর