নতুন করে জিপিএ-৫ পেল ৫৮ শিক্ষার্থী


দিনাজপুর প্রতিনিধি   প্রকাশিত: মে ৩১, ২০১৭, ০৭:৩৪ পিএম
নতুন করে জিপিএ-৫ পেল ৫৮ শিক্ষার্থী

দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে চলতি ২০১৭ সালের এসএসসি পরীক্ষার ফলাফল পুনঃনিরীক্ষায় ৩৯১ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।

পুনঃনিরীক্ষণের ঘোষিত ফলে ৫৮ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে এবং ফেল থেকে পাস করেছে ৭২ জন। মঙ্গলবার রাতে প্রকাশ করা হলেও ফলাফল পাওয়া গেছে বুধবার।

দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, এই শিক্ষা বোর্ডের অধীনে ২০১৭ সালে মোট ১ লাখ ৬৩ হাজার ৫৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। এর মধ্যে পাস করে ১ লাখ ৩৭ হাজার ৩৬২ জন। এবার জিপিএ-৫ পায় মোট ৬ হাজার ৯২৯ জন পরীক্ষার্থী।

গত ৪ মে এই ফলাফল প্রকাশের পর মোট ৩৭ হাজার ৩৯৮ জন পরীক্ষার্থী ফলাফল চ্যালেঞ্জ করে দিনাজপুর শিক্ষা বোর্ডে আবেদন করে। এর মধ্যে ৩৯১ জন পরীক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে। পরিবর্তিত ফল অনুযায়ী জিপিএ-৫ পেয়েছে আরও ৫৮ জন এবং ফেল থেকে পাস করেছে মোট ৭২ জন।

এর ফলে দিনাজপুর শিক্ষা বোর্ডে ২০১৭ সালের এসএসসি পরীক্ষায় মোট পাসের সংখ্যা দাঁড়াল ১ লাখ ৩৭ হাজার ৪৩৪ জন। আর মোট জিপিএ-৫ প্রাপ্ত পরীক্ষার্থীর সংখ্যা দাঁড়ালো ৬ হাজার ৯৮৭ জন।


গো নিউজ২৪/এএইচ

শিক্ষা বিভাগের আরো খবর